দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম নেন তিনি।
জিনাত সোহানা চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। যদি কখনো সুযোগ পাই, তা কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টানা মেয়াদে যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, সেসব বার্তা আমি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। জঙ্গিবাদ দমনে মাদ্রাসাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি এবং করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
জিনাতের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও উইমেন্স চেম্বার অ্যান্ড কমার্সের সদস্য। পাশাপাশি ফারমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য হিসেবেও কাজ করছেন। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
মন্তব্য করুন