‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের পক্ষে সীমান্তে মানুষ হত্যা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গুম-খুন, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিএনপি ঘোষিত কর্মসূচির আলোকে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি (১নং) তানজিল হাসানের নেতৃত্বে পল্টন ও বিজয় নগর এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এইচএম আবু জাফর, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি আলাউদ্দিন হোসেন রিপন, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক এইচএম রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাকিক আল মামুন পিয়াল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ফরিদ উদ্দিন রাজ, যুগ্ম সম্পাদক শাহিন ফরাজি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আল আমিন মৃধা, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মাহিন বাবু, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা জি এম রাকিব, মহানগর উত্তর ছাত্রদলের সোহাগ সিকদার, তেজগাঁও থানা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম অমি, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমান, বংশাল থানা ছাত্রদল নেতা জুনায়েদ ইভান শান্ত, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা নাজমুল হাসান পাপন, ছাত্রনেতা রিয়াজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন