নাগরিক ঐক্যের ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে মারধর করে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়িতে নাগরিক ঐক্যের কর্মসূচিতে এ ঘটনা ঘটে।
নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার কালবেলাকে জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎ করেই হামলা চালায় ছাত্রলীগ। এ সময় তারা আমাকে মারধর করে এবং কর্মসূচির টেবিল, চেয়ার ভাঙচুর করে কর্মসূচির ব্যানার, স্বাক্ষরকৃত কাপড়, টেবিল, চেয়ার নিয়ে যায়। পাশেই পুলিশ অবস্থান করলেও তারা এ সময় নীরব থাকে বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন