কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রওশনের সঙ্গে জাপার সম্পর্ক স্পর্শকাতর : চুন্নু

জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদের সঙ্গে দলের সম্পর্ক স্পর্শকাতর। তিনি বলেন, এ কারণে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। রওশন এরশাদের নাম ব্যবহার করে যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, অমার্জনীয় অপরাধের জন্য যারা বহিষ্কার হয়েছেন তারা ব্যতিত অন্য বহিষ্কৃতরা ক্ষমা চাইলে পার্টি চেয়ারম্যান যেন সহানুভূতির দৃষ্টিতে বিবেচনা করেন সে ব্যাপারে জাতীয় পার্টি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুন্নু বলেন, পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে বহিষ্কারের জন্য কাজী ফিরোজ রশীদের বাসায় মিটিং হয়েছিল। তাই তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তথাকথিত সম্মেলন কমিটির সভায় বক্তৃতা করায় সৈয়দ আবু হোসেন বাবলাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রওশন এরশাদের ডাকা জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলনের তিন দিন আগে দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের নিয়ে আজ বৈঠক করলেন জি এম কাদের। বৈঠকে ১৩ জন সংসদ সদস্যের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। এছাড়া অর্ধশত প্রেসিডিয়ামের মধ্যে অর্ধেক উপস্থিত থাকার কথা জানা গেছে। তবে উপস্থিত সবাই রওশনের সঙ্গে যোগ না দেওয়ার অঙ্গীকার করেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

নেতৃত্বের কোন্দলের জেরে আগামী ৯ মার্চ রাজধানীর ইঞ্জিসিয়ার্স ইনস্টিটিউশন নিলনায়তনে জাতীয় পার্টির ব্যানারে কাউন্সিলের ডাক দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। এর আগে তিনি নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ৯ মার্চের সম্মেলনসহ নির্বাচন কমিশনে দেওয়া রওশনের চিঠি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। দলীয় সূত্র বলছে, অনেকেই দেশের বাইরে বা অসুস্থ থাকায় বৈঠকে যোগ দিতে পারেননি।

নির্বাচন কমিশনের নিবন্ধন-১২ অনুযায়ী জাতীয় পার্টি পরিচালনা ও চেয়ারম্যান মহাসচিবের নাম পরিবর্তনে ইসিতে চিঠি দেয় রওশনপন্থিরা। গত ১৯ ফেব্রুয়ারি চিঠির জবাবে ইসি জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দলের নেতৃত্ব পরিবর্তন না হওয়ায় আবেদনপত্রটি ইসি কর্তৃক নামঞ্জুর হয়েছে। ইসি উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিটি দলের মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বরাবর পাঠানো হয়।

যেহেতু ইসি রওশনপন্থিদের চিঠি আমলে নেয়নি সেক্ষেত্রে ৯ মার্চের সম্মেলন ও নতুন করে জাতীয় পার্টি নামে দল গঠন মানুষ গ্রহণ করবে না। তাছাড়া কাদেরপন্থি নেতাকর্মীদের সম্মেলনে খুব একটা টানতে পারবে না বলেও বুধবারের বৈঠকে অনেকই মতামত তুলে ধরেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কোনো বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাব। জনগণের ডিমান্ড বিবেচনা করে রাজনীতি করব। আমরা গণমানুষের স্বার্থ বিবেচনা করে কর্মসূচি ঘোষণা করব।

দলের চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগেই সকল জেলা ও উপজেলার কাউন্সিল সম্পন্ন করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টির বর্ধিত সভা, পার্টির ইফতার মাহফিল এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে।

প্রেসিডিয়াম সভা শেষে চুন্নু বলেন, আগামী এপ্রিল মাসের মধ্যে কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সকল জেলা উপজেলার নেতারা উপস্থিত থাকবে ওই সভায়। সেখানে জাতীয় পার্টির সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা হবে। আগামী আগস্টের মধ্যে ৩ থেকে ৫ সদস্যের ছোট ছোট কমিটি করে জেলায় জেলায় পাঠানো হবে। তারা দলের সাংগঠনিক শক্তি পর্যালোচনা করে কেন্দ্রে একটি রিপোর্ট দেবে। আগামী আগস্টের মধ্যেই সকল জেলার সম্মেলন সম্পন্ন করা হবে। ১২ অক্টোবর ২০২৪ জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল করার জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাড. সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, নাসরিন জাহান রতনা, আব্দুর রশীদ সরকার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব.), অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. মিজানুর রহমান, সৈয়দ দিদার বখ্ত, এমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেল, শেরীফা কাদের, একেএম মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা মো. আশরাফুজ্জামান আশু, ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার বেগম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম

এই ৪ অভ্যাসে বাড়বে আপনার সন্তানের বুদ্ধি

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য ১৫ দিনের জামিন

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে

প্রশ্নপত্র ফাঁসের তথ্য জেনেও অনুষ্ঠিত ৭ কলেজের পরীক্ষা, তদন্তে ৩ সদস্যের কমিটি  

আবেগে ভাসলেন রানী মুখার্জি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ

অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

১০

চিনি খাওয়া কমালে কি ক্যানসার প্রতিরোধ হয়? যা বললেন চিকিৎসক

১১

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহীর মরদেহ উদ্ধার

১২

জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবর ইস্যুতে যা বললেন ফরহাদ মজহার

১৩

এক নজরে অস্কার মনোনয়ন

১৪

আইসিসিকে ‘তুলোধুনো’ করলেন উপদেষ্টা ফারুকী

১৫

মুসাব্বির হত্যা : আরেক ‘শুটার’ গ্রেপ্তার

১৬

শুটিং ফেলে হঠাৎ কেন বাংলাদেশে শাকিব খান?

১৭

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলন মাস্কের

১৮

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

১৯

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

২০
X