রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ঈদ উপহার পেলেন নির্যাতিত মো. শাহজাহান

যাত্রাবাড়ীতে মো. শাহজাহানের ছেলে সাংবাদিক ডি এম আমিরুল ইসলাম অমরের বাসায় এ ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেন আবুল কালাম আজাদ সিদ্দিকী। ছবি : কালবেলা
যাত্রাবাড়ীতে মো. শাহজাহানের ছেলে সাংবাদিক ডি এম আমিরুল ইসলাম অমরের বাসায় এ ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেন আবুল কালাম আজাদ সিদ্দিকী। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিএনপি নেতা আলহাজ মো. শাহজাহানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে মো. শাহজাহানের ছেলে সাংবাদিক ডি এম আমিরুল ইসলাম অমরের বাসায় এ ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

মো. শাহজাহানের বাড়ি মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামে। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ছেলের বাসায় অবস্থান করছেন।

মো. শাহজাহানের হাতে তারেক রহমানের শুভেচ্ছা ও ঈদ উপহার তুলে দিয়ে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় রাবার বুলেট ও পুলিশের লাঠির আঘাতে লতিফপুর ইউনিয়ন বিএনপির তৎকালীন সহসভাপতি আলহাজ মো. শাহজাহানসহ উপজেলার প্রায় ৭০ থেকে ৭৫ জন নেতাকর্মী আহত হয়। এরপর ওই হামলার আঘাতে মো. শাহজাহান ধীরে ধীরে তার দুই চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন।

তিনি বলেন, সারা দেশে বিভিন্ন সময় যারা সরকারবিরোধী আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন তাদের তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। মির্জাপুর থেকে মো. শাহজাহানের নাম পাঠানো হয়েছিল। এরপর থেকেই দীর্ঘ ৫ বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে মো. শাহজাহানের খোঁজখবর রাখছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার মো. শাহজাহানকে ঈদ শুভেচ্ছা ও ঈদ উপহার পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, সরকার গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। কিন্তু এরপরও সরকারের শেষ রক্ষা হবে না। কারণ, দেশের অধিকাংশ জনগণ এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়। জনগণের বিজয় হবেই। এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হবেই।

সাবেক এই এমপি বলেন, আওয়ামী বাহিনীর অত্যাচার নির্যাতনে অনেকে খুন হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছে। এরই অংশ হিসেবে দুই চোখ হারিয়ে আলহাজ মো. শাহজাহান অন্ধত্ব জীবন অতিবাহিত করছেন। বিএনপি দলের জন্য তার এই ত্যাগকে সব সময় স্মরণ রাখবে। হয়তো বিএনপি তার চোখ ফিরিয়ে দিতে পারবে না, তবে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করাই হবে বড় প্রাপ্তি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাহেরুল হক খোকন, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, বিএনপি নেতা আরিফ প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি নেতা আলহাজ মো. শাহজাহানের ছেলে ডি এম আমিরুল ইসলাম অমর ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের (একাংশ) সাবেক দপ্তর সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক গণমাধ্যমবিষয়ক সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১০

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১১

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১২

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৩

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৪

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৫

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৬

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৭

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৮

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

১৯

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

২০
X