কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগই এদেশে সংকট সৃষ্টি করেছে : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন, পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করেন।

তিনি বলেন, আওয়ামী লীগই এদেশে সংকট সৃষ্টি করেছে। এই সংকট তাদেরই নিরসন করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিন, নির্বাচন দিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। কে ভোট চুরি করে ক্ষমতায় গেছে তার প্রমাণ দেবে জনগণ। বুধবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, এ সরকারের আমলে তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। এই অবৈধ গণতান্ত্রিক সরকারের আমলে পুরো বাংলাদেশে খাল দখল করে, গাছ কেটে ফেলা হয়েছে। যে গাছের বয়স পাঁচ বছর হয়নি, সেই গাছগুলোকেও টেন্ডার দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের হাতে সঁপে দেওয়া হয়েছে। আজকে তাপপ্রবাহের কারণ হলো, বাংলাদেশে এই ১৫ বছর ক্ষমতায় থেকে যারা মেগা প্রকল্প লুট করেছে, খাল ও গাছ লুট করে বাংলাদেশ তাপপ্রবাহ সৃষ্টি করেছে।

তিনি বলেন, আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। আমরা আপনাদের (আ.লীগ সরকার) অধীনে কোনো নির্বাচনে যাব না। বাংলাদেশের মানুষ আপনাদের গ্রহণ করে নাই। গ্রহণ করবেও না। যদি সাহস থাকে তাহলে একবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।

তিনি আরও বলেন, বাংলাদেশের টাকা লুট করে যারা থাইল্যান্ড, কানাডা, আমেরিকায় বাড়ি করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসুন। তাহলে মানুষ বুঝবে আপনি জনগণের সরকার। যে দল বিরোধীদলকে দমনপীড়ন করার জন্য গুম করে, বিনাবিচারে কারাগারে নিয়ে যাওয়া হয়, বিনা কারণে গ্রেপ্তার হতে হয়, এ সরকারকে দেশের মানুষ কখনো গ্রহণ করতে পারে না।

ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এ বি এম ফারুকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের পরিচালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক, আবুল কালাম আজাদ সিদ্দিকী, তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটি সদস্য মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১০

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

১১

মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

১২

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

১৩

শিক্ষক দিবসে ক্যানসারে নিভল ‘জালাল স্যারের’ প্রাণ

১৪

জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

১৫

সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি : আবু সাইদ সাগর কারাগারে 

১৬

শেষ ম্যাচে আফগানদের ১৪৩ রানে থামাল বাংলাদেশ

১৭

ইসলামকে যথাযথভাবে ও পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে : জামায়াত আমির

১৮

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ : সারজিস

১৯

রাষ্ট্রের উন্নয়নে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে : শিমুল বিশ্বাস 

২০
X