কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছে তারা ‘বিপথগামী’।

শুক্রবার (৩ মে) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনে দলের অবস্থান পরিষ্কার করে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সবসময় যখন মানুষের স্রোত ও সমর্থন একদিকে থাকে তখন দুই-একজন বিপদগামী লোক থাকেই। সে বিপথগামী লোক নির্বাচন করতেই পারে এবং দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটা মহাসমুদ্রের মতো একটি দল, বিপুলসংখ্যক জনগোষ্ঠী আমাদের সমর্থন, বিপুলসংখ্যক নেতাকর্মী আমাদের। ওই রকম একটি ভোট হরণের একটি দেশে যেখানে আওয়ামী লীগ ক্ষমতায়, যারা ভোট বিশ্বাস করে না, সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মুর্খের স্বর্গে বাস করে। তারা সেটা টের পায় না, তারা কোনো ধরনের ঘোরের মধ্যে থাকে।

রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে কি পরিণতি হবে? এটা তো এই ১৬-১৭ বছরে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা ও তার লোকেরা। আমাদের প্রতিদ্বন্দ্বিরা যখন আমাদের সিদ্ধান্ত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, মনোনয়নপত্র জমা দিতে গেছেন, জমা দিতে পারেননি। রাস্তার মধ্যে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। রিকশার প্রচার চালাতে গেছে সেই রিকশা ভেঙে ফেলা হয়েছে, মাইক ভেঙে ফেলা হয়েছে- এটা তো একটার পর একটা দৃষ্টান্ত। এখন দুই-একজন তো এ রকম থাকতেই পারে। এটা তো হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন এখানে এ রকম দুই-একজন থাকতেই পারে।

সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে উপজেলা নির্বাচনের যে আহ্বান জানিয়েছেন তা তুলে ধরেন রিজভী। এ সময় বিএনপি নেতা ডা. আব্দুল কুদ্দুস, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথাকথিত উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। আসুন আপনারা সকলে উপজেলা ভোট বর্জন করুন। ভোটকেন্দ্রে যাবেন না। জনগণকেও বর্জন করতে উৎসাহিত করুন। গণতন্ত্রের পক্ষ নিন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আওয়ামী অপশক্তি আপনাকে কিংবা আপনাদের ভয় কিংবা প্রলোভন দিয়ে বিভ্রান্ত করতে চাইলেও দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। তথাকথিত উপজেলা নির্বাচন কিংবা কথিত নির্বাচনে অংশগ্রহণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয়।

স্বৈরাচারের শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতার দীর্ঘায়িত প্রক্রিয়ায় অংশীদার হওয়ার চেয়ে জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবের, অনেক বেশি সম্মানের।

রিজভী বলেন, বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। বরং বাংলাদেশের প্রতিটি ঘরে গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে বিএনপি জায়গা করে নিয়েছে। বিএনপির সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী-শুভার্থী-সমর্থক তথা আপনাদের শ্রম-ঘাম-মেধা-ত্যাগ-তিতিক্ষার কারণেই বিএনপি এখন আর শুধু একটি রাজনৈতিক দলই নয় বরং বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের কাছে বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্বার্থের সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে বিএনপির অস্তিত্ব। তাই দেশের এ ক্রান্তিলগ্নে দেশ এবং জনগণের স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিএনপির সকল পর্যায়ের নেতৃত্ব তথা বিএনপিকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। কারণ, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকস্মিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬ শতাধিক, আহত ১৫০০

এবার ৬ দফা ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

সাংহাই সম্মেলনে শি, মোদি ও পুতিনের খোশগল্প, কী কথা হলো?

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে ভারী বৃষ্টির আভাস 

দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ গেট চালু

সাত বীরশ্রেষ্ঠর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ দফা ইশতেহার ডাকসু প্রার্থীর

১০

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

১১

আ.লীগ আমলের লুটপাটের খেসারত দিচ্ছেন ৫ ব্যাংকের গ্রাহকরা

১২

খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

১৩

ইরানের হামলায় ১২ দিনে ধ্বংস হলো ইসরায়েলের ২১টি স্থাপনা

১৪

ভারতে বসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

১৫

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই সিআরআইয়ের কার্যালয়, মিলল চাঞ্চল্যকর তথ্য

১৬

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়? যা বলছেন চিকিৎসক

১৭

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

১৮

বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

১৯

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ‘মধুর’ সমস্যা বাংলাদেশ দলে

২০
X