শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১১:৩৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের নির্দেশে পদযাত্রায় গুলি করেছে পুলিশ : রিজভী

মঙ্গলবার রাতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের নিয়ে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
মঙ্গলবার রাতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের নিয়ে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের নির্দেশে পুলিশ বিএনপির পদযাত্রায় দলীয় নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের পতন না ঘটানো পর্যন্ত আন্দোলন চলবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ সরকারের কিছু দলীয় পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে তাণ্ডবলীলা চালিয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পুলিশের গুলিতে বগুড়া জেলা বিএনপির আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে পরে জেলা দলীয় কার্যালয়ে জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের চেতনাধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি নেতাকর্মীদের ওপর লেলিয়ে দিয়েছেন। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় পৈশাচিকতা চালিয়েছে। সরকারপ্রধানের বীভৎস্য রূপ জাতি আজ দেখেছে। যা নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার ঐতিহ্যে গণতন্ত্র নেই। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্র হত্যা করেছে।

তিনি বলেন, সরকারদলীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে আজ লক্ষ্মীপুরে কৃষকদলের কর্মী সজিবকে হত্যা করেছে। এ সময় শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়াও আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে সারা দেশে আহত হয়েছেন বিএনপির ২ হাজার নেতাকর্মী। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন এক হাজারেরও বেশি।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, যতই রক্ত ঝরাক সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সে আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, বগুড়ায় পুলিশ গুলি চালিয়ে দেড় শতাধিক নেতাকর্মীকে আহত করে। এ সময় পুলিশের টিয়ারশেলে ইয়াকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ছাড়াও ফেনী, খাগড়াছড়ি, কিশোরগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে ও হামলা চালায়।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও মেয়র রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম হিটোসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনবিরোধী প্রতিবেদন ও কমিশন অবিলম্বে বাতিল করতে হবে : হেফাজতে ইসলাম

শ্রমিক দল মোহাম্মদপুর-ভাটারা থানার কার্যক্রম স্থগিত

মাঠের বাইরেও ‘এল ক্লাসিকো’!

চট্টগ্রামে চিন্ময়ের জামিনের প্রতিবাদে বিক্ষোভ

ট্রাম্পের ঘোষণার পরই কমেছে সোনার দাম

রাবি অ্যালামনাই নির্বাচনের তপশিল না দিলে লংমার্চ করা হবে : ড. হেলাল

সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ায় অভিনব প্রতিবাদ

পাকিস্তানে বিদেশি ঋণ বন্ধে ভারতের তদবির, উত্তেজনায় নতুন মাত্রা

এনপিসিবিএলের সঙ্গেই হচ্ছে রূপপুর নিউক্লিয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি

চাঁদপুরে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের পরীক্ষামূলক কূপ খনন

১০

এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব

১১

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবার, হাসপাতালে মা 

১২

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা’

১৩

আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে বিক্ষোভ 

১৪

গাজাগামী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

১৬

আন্দোলন সংগ্রাম শেষ, এখন দেশ গড়ার সময় : আমীর খসরু

১৭

মামলা না নেওয়ায় ওসিকে জজকোর্টের পিপির হুমকি

১৮

‘আ.লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন নয়’

১৯

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

২০
X