কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১১:৩৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের নির্দেশে পদযাত্রায় গুলি করেছে পুলিশ : রিজভী

মঙ্গলবার রাতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের নিয়ে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
মঙ্গলবার রাতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের নিয়ে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের নির্দেশে পুলিশ বিএনপির পদযাত্রায় দলীয় নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের পতন না ঘটানো পর্যন্ত আন্দোলন চলবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ সরকারের কিছু দলীয় পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে তাণ্ডবলীলা চালিয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পুলিশের গুলিতে বগুড়া জেলা বিএনপির আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে পরে জেলা দলীয় কার্যালয়ে জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের চেতনাধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি নেতাকর্মীদের ওপর লেলিয়ে দিয়েছেন। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় পৈশাচিকতা চালিয়েছে। সরকারপ্রধানের বীভৎস্য রূপ জাতি আজ দেখেছে। যা নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার ঐতিহ্যে গণতন্ত্র নেই। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্র হত্যা করেছে।

তিনি বলেন, সরকারদলীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে আজ লক্ষ্মীপুরে কৃষকদলের কর্মী সজিবকে হত্যা করেছে। এ সময় শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়াও আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে সারা দেশে আহত হয়েছেন বিএনপির ২ হাজার নেতাকর্মী। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন এক হাজারেরও বেশি।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, যতই রক্ত ঝরাক সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সে আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, বগুড়ায় পুলিশ গুলি চালিয়ে দেড় শতাধিক নেতাকর্মীকে আহত করে। এ সময় পুলিশের টিয়ারশেলে ইয়াকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ছাড়াও ফেনী, খাগড়াছড়ি, কিশোরগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে ও হামলা চালায়।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও মেয়র রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম হিটোসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবে বিএনপি’

বিবিসির বিশ্লেষণ / যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে যে কারণে গ্রেপ্তার করা যাবে না

স্বাস্থ্য পরামর্শ / নতুন আতঙ্কের নাম জিকা ভাইরাস

এনসিপি নির্বাচনে অংশ নেবে না, যদি…

আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক শুরু, যুদ্ধ বন্ধের প্রত্যাশা

‘সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ’

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাদা পাথর লুটের ঘটনায় ১৫০০ জনের নামে মামলা

‘জামায়াত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না’

মহাসড়ক যেন মৃত্যুকূপ, পিছু ছাড়ে না দুর্ঘটনা

১০

সাড়ে ৪ হাজার মানুষ পানিবন্দি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

১১

চট্টগ্রাম-ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু শনিবার

১২

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : মোস্তাফিজুর রহমান

১৩

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

১৪

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

১৫

ডাকসুতে ছাত্রদলের যারা প্রার্থী হতে পারেন

১৬

মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি

১৭

‘স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বাধায় রবীন্দ্রবিরোধী চক্র জড়িত’

১৮

দেশ অস্থিতিশীল করে তৃতীয় শক্তিকে আনতে চায় একটি চক্র : খায়রুল কবির খোকন

১৯

জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে : ডা. তাহের

২০
X