ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপকমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (২৬ মে) দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ পুনর্গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
সোমবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে আছেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রধান সমন্বয়কারী সহকারী মহাসচিব মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সমন্বয়ক কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমাদ আবদুল কাইয়ুম, সহকারী সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ।
এ ছাড়া সদস্যরা হলেন নূরুল করীম আকরাম, মুহাম্মদ ইলিয়াস হাসান, আখতারুজ্জামান, আল আমিন ইহসান, মাকসুদুর রহমান, মাছউদুর রহমান, সাইফুল ইসলাম, এইচএম আবু বকর, হাছিব আর রহমান ও ইউসুফ পিয়াস।
ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, দ্বীন বিজয়ের আন্দোলনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। এর মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য সাধারণ মানুষের সামনে তুলে ধরলে মানুষ ইসলামের সুমহান পতাকাতলে ফিরে আসবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপকমিটি সেই লক্ষ্য পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে আমার বিশ্বাস।
মন্তব্য করুন