উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সকল পর্যায়ের নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (২৮ মে) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এ পর্যন্ত বহু মানুষের মৃত্যু, অর্ধ কোটির কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদিপশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ঘূর্ণিঝড়ের ছোবলে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেন মুফতি রেজাউল করিম। সেইসঙ্গে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিপুলসংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং গবাদিপশু, ফসলি জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন