কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এক দিন গুম-খুনের ঘটনার বিচার হবে : আমিনুল হক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এক দিন সব গুম ও খুনের ঘটনার বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করছে। ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট গায়েরি মামলা দিয়ে বিএনপির লাখো লাখো নেতাকর্মীকে ঘরছাড়া করেছে। হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে। কিন্তু এক দিন এই সরকারকে এসবের জন্য জবাব দিতেই হবে।

শনিবার (১৫ জুন) রাজধানীর পল্লবী-রূপনগর এলাকায় বিগত দিনে গুমের শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং গত ৭ ডিসেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে ঈদুল আজহা উপলক্ষে আর্থিকভাবে সহযোগিতা প্রদানকালে আমিনুল হক এসব কথা বলেন। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী এই আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

আমিনুল হক বলেন, শুধু রাজনৈতিক ভিন্নমতের কারণেই প্রতিনিয়ত গুম করা হচ্ছে। আমাদের দলের কয়েক হাজার নেতাকর্মী গুম হয়েছে। এটা একটা মানবতাবিরোধী অপরাধ। বিএনপি চেষ্টা করছে গুম ও খুন হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে, আমরা তাদের পাশে রয়েছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আজ জনবিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। নির্যাতন করে, মানুষের মৌলিক অধিকার হরণ করে কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না, পারবেও না। এই অবৈধ সরকারও পারবে না।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। চলমান এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

এ সময় আমিনুলের সঙ্গে মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক কমিটির সদস্য মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, মো. রহমান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনী, মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, থানা মহিলা দলের সদস্য সচিব পলি বেগম, রুপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুন, আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সদারন খায়ের, ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম গাজী, কাফরুল থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেনসহ রূপনগর-পল্লবী এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি

এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে ঋতুপর্ণারা

যে ৪ ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক

কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, মহাবিপদে ভারত

পুলিশ ক্যাম্পে হামলাকারীদের ধরতে অ্যাকশনে যৌথবাহিনী

ডাকসুর নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং, যা বলছেন আলেমরা

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে বিদেশে পাড়ি, দুদিন পর মৃত্যু

ছাত্রদল নেতাকে চ্যাংদোলা করে থানায় নিয়ে হেনস্তা

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

১০

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ

১১

রুমিন ফারহানা ইস্যুতে যে আহ্বান জানালেন হাসনাত

১২

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে আর রক্ষা নেই, নতুন বিধান

১৪

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি

১৫

৩ মাসের জন্য ফজলুর রহমানের সব পদ স্থগিত করল বিএনপি

১৬

শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে ফারিণ

১৭

বন্ধুর জানাজায় অংশ নিয়ে ভাইরাল সেই সুধীর বাবুর পরলোকগমন

১৮

শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান

১৯

শ্বশুরের বিচারপতি হওয়া নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন সারজিস

২০
X