কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রধানমন্ত্রী এবার কী নিয়ে আসেন, জনগণ তা দেখার প্রতীক্ষায়’

জয়নুল আবদিন ফারুক। পুরোনো ছবি
জয়নুল আবদিন ফারুক। পুরোনো ছবি

ভারত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার কী নিয়ে আসেন, জনগণ তা দেখার প্রতীক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। শুক্রবার (২১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই। বরং দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আছে। তার প্রমাণ গত ৭ জানুয়ারির নির্বাচন, চার ধাপে উপজেলা নির্বাচন। এসব নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। ভাইয়ে ভাইয়ে নির্বাচন দিয়ে ডামি নির্বাচনের সেই সরকারপ্রধান আবার দিল্লি যাচ্ছেন। কী নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ ক্ষমা করবে না, রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশে আজকে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা এ সরকারের সৃষ্টি। আপনারা (সরকার) দেশের অর্থনীতির মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হয়েছেন। মানুষকে দুই বেলা পেটভরে খাবারের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনারা এমন এক বাজেট দিয়েছেন যেখানে আমি আমার উপার্জিত অর্থের কর দেব আর যারা কোটি কোটি টাকা, ডলার চুরি করে তারা ১৯ শতাংশ কর দিয়ে বৈধ্যতা আনবে; তাদের আমাদের সঙ্গে সমান করে দিয়েছেন। তাই এ সরকার লুটেরাদের সরকার, দুর্নীতিবাজদের সরকার।

বিএনপির এ নেতা বলেন, আপনারা (সরকার) তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখতে পারেন, খালেদা জিয়াকে জেলে রাখতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষের আন্দোলন ব্যর্থ হয়নি। কিছু সংখ্যক আমলা, পুলিশ কর্মকর্তা বাংলাদেশে আজকে অন্যায়ভাবে বিরোধী দলকে দমন করার কাজে নিয়োজিত, তার প্রমাণ- আজিজ, বেনজীর, আসাদুজ্জামান মিয়া। এই আজিজ-বেনজীর-আসাদুজ্জামান মিয়া আপনারা এখন কোথায়? আপনারাই যাদের সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে, তারাই আজকে বলছে আপনাদের বিচার করা হবে। পৃথিবীর ইতিহাসে আছে, স্বৈরাচার সরকার কিছুসংখ্যক আমলা দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু এভাবে দীর্ঘদিন টিকে থাকা যাবে না।

কিশোরগঞ্জের মিঠামইন সড়ক প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, পুরো সিলেটে বন্যায় লক্ষ লক্ষ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। কাউকে খুশি করার জন্য কিশোরগঞ্জের মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ করে বাংলাদেশের অগণিত মানুষকে আজকে পানিতে ডুবিয়ে দেওয়া হচ্ছে; এক ব্যক্তিকে খুশি করার জন্য এ সড়ক বা বাঁধ সিলেটের মানুষের জন্য উপহাস হয়ে পড়েছে।

সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে এতে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এইচএম সাইফ আলী খান, আকম মোজাম্মেল, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের ভিপি ইব্রাহিম, ওলামা দলের কাজী আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত বাসের খোলা লকারের ধাক্কায় যুবক নিহত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাবনায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

১০

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

১১

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১২

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১৩

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১৪

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১৫

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১৬

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১৭

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৮

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৯

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

২০
X