বিশিষ্ট বাম নেতা ও জেএসডির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন (৭৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (২৪ জুন) রাজধানীর বাড্ডায় এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১১টার দিকে মারা যান তিনি।
সাবেক এই ছাত্রনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
শোক বার্তায় তারা বলেন, আব্দুল মালেক রতন জীবনব্যাপী গণমানুষের মুক্তি সংগ্রামে জড়িত ছিলেন। ছাত্র রাজনীতিতে আন্দোলন-সংগ্রামে তার গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসের অংশ হয়ে আছে। পরবর্তীতে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিরন্তর জড়িত রেখেছেন। আব্দুল মালেক রতনের মৃত্যুতে, দেশ একজন সংগ্রামী নেতাকে হারাল।
জেএসডি দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু কালবেলাকে জানান, আব্দুল মালেক রতনের দুই মেয়ে দেশের বাইরে থেকে আজ আসবেন। তারপর দাফনের স্থান চূড়ান্ত হবে।
তিনি বলেন, তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তিনি কিডনি, প্রেসারসহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন।
মন্তব্য করুন