বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বড় ছেলের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনে তাৎক্ষণিক আনন্দ মিছিল করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সময় সোমবার (৫ মে) নিউইর্য়ক বিএনপির উদ্যোগে খালেদা জিয়া এবং ডা. জুবাইদা রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনে শুকরিয়া ও আনন্দ মিছিল করা হয়।
সংগঠনের সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান গিয়াস আহমেদ।
এ সময় গিয়াস আহমেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। দেশের এক সংকটময় সময়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে আগমন করে আপসহীন আন্দোলন করে স্বৈরাচার হটিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন। ১/১১ এর সময়ও তিনি কারাবরণ করেছেন তবুও আঁতাত করেননি। অন্যদিকে স্বৈরাচারি শেখ হাসিনা এরশাদের সঙ্গে জামায়াতকে সঙ্গে নিয়ে জাতির সঙ্গে বেইমানি করেছেন।
গিয়াস আহমেদ বলেন, শেখ হাসিনা ১/১১ এর চক্রান্তকারীদের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসে বিএনপিকে নিশ্চিহ্ন করতে হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করেছে। বেগম খালেদা জিয়াসহ তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। খালেদা জিয়া এবং তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে জাতিকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। ফলে জুলাই বিপ্লব সংগঠিত হতে সক্ষম হয়েছিল।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীরা স্বৈরাচারের সঙ্গে ক্ষমতার জন্য আপস করেননি। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জুলাই বিপ্লবের যে মূলচেতনা খুনি হাসিনা গংদের বিচার, সংস্কার, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার এবং ন্যায় বিচার নিশ্চিত করা তা পরিলক্ষিত হচ্ছে না।
মন্তব্য করুন