যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান শেষে লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেট থেকেই সরাসরি এনআইডি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এ পদক্ষেপের ফলে প্রথমদিকে যাদের এনআইডি কার্ড নেই তারা নতুন করে ভোটার নিবন্ধন এবং এনআইডি করতে পারবেন। দ্বিতীয় ধাপে সব প্রবাসী অনলাইনে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্টার্ড প্রবাসীরা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এ কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণে সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর অনুষ্ঠানে দুইটি প্রেজেন্টেশন প্রদান করেন। এ সময় ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির উপদেষ্টা বদরুল আলম চৌধুরী শিপলু, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও তিনি ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়ন কার্যক্রম বিষয়ে প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর প্রদানের সঙ্গে সঙ্গে প্রবাসীদের নতুন ভোটার হওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেসকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল তার বক্তব্যে এই সেবা প্রদানে কনস্যুলেটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারের এ উদ্যোগে সাফল্যের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া তিনি কমিউনিটির নেতাদের প্রতি নতুন সেবা সম্পর্কে প্রবাসীদের অবহিত করার এবং সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ।
প্রবাসী কমিউনিটির পক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণসহ অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ উদ্যোগকে স্বাগত জানান।
এনআইডি কার্যক্রম শুরুর ফলে লস এঞ্জেলেস্থ প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন