মহান বিজয় দিবস উপলক্ষে চায়না আওয়ামী লীগের উদ্যোগে (বৃহত্তর চীন শাখা) চীনের গুয়াংজু এবং ঢাকায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চায়না আওয়ামী লীগের সভাপতি যাদব দেবনাথ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা তরুণ কান্তি দাস, ফরিদ উদ্দিন, সিনিয়র সহসভাপতি মহসিন ইমাম রুনু, সহসভাপতি শিশির রায়হান, আবু সাইয়িদ,নাজমুল মিশু, সাধারণ সম্পাদক মো. জসিম হোসাইন, সহসাধারণ সম্পাদক কল্লোল কান্তি দেবনাথ, মামুন সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. খাজা আহমেদ মজুমদার, আবু শামা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদি আলম অমিত, অর্থবিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম রনি, যুব ও ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক আবু সায়েম, দপ্তর সম্পাদক শামীম আল মামুন, নিতা ফারহানা, এ.বি.এম. মাজহারুল মুজিব, ইসরাত বারী তৃনা, সুধাংশু সাহা এবং সৈয়দ রাকিবুল ইসলাম (রাকিব)-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের অন্যতম রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। শত বাধা-বিপত্তি ও দেশি-বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। মহান সৃষ্টিকর্তার সদিচ্ছায় ও জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আজকের বাংলাদেশে যে উন্নয়নের ঢেউ চলমান তা পৃথিবীর কোনো শক্তিই আর দাবায়ে রাখতে পারবে না।
মন্তব্য করুন