আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারের হতাশা পেছনে ফেলে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে।
আবুধাবিতে অনুষ্ঠিত এই ম্যাচে আফগান অধিনায়ক শাহিদি জানিয়েছেন, আগের ম্যাচের একই পিচে খেলা হচ্ছে, তবে আজ সেটি আরও ধীর ও টার্ন সহায়ক হবে। তাই আগে ব্যাট করে রান তুলে চাপ তৈরি করাই তাদের লক্ষ্য।
‘এটা আগের ম্যাচের মতোই পিচ, তবে আজ আরও ধীর হবে এবং বল অনেক ঘুরবে। আমরা রান তুলতে চাই এবং সেটা রক্ষা করতে চাই,’—টসের পর বলেন আফগান অধিনায়ক।
তিনি আরও যোগ করেন, ‘আমাদের পেস বোলিং বিভাগে এখনো অনেক কাজ বাকি। কয়েকজন তরুণ প্রতিভা আছে, তাদের আরও পরিণত করতে হবে যাতে তারা বড় টুর্নামেন্টে ভালো করতে পারে। সামনে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ, সেখানে ভালো পেস আক্রমণ প্রয়োজন।’
দলটিতে আজ দুটি পরিবর্তন এনেছে আফগানিস্তান—ইকরাম আলিখিল ও বিলাল সামি ফিরেছেন একাদশে।
অন্যদিকে, প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর বাংলাদেশ আজ চারটি পরিবর্তন এনেছে। অধিনায়কত্বের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি ম্যাচের আগে জানালেন আত্মবিশ্বাসের বার্তা— ‘শেষ ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, এতে আমরা হতাশ। সবাই একমত যে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। আশা করছি, আজ আমরা শক্তভাবে ফিরে আসব।’
মিরাজ আরও বলেন, ‘এই উইকেটে ২০০ রান-এর আশেপাশের লক্ষ্য তাড়া করা সম্ভব। রাতে বল একটু বেশি স্কিড করছে, তাই ওপেনিংয়ে জুটি গড়া খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের একাদশে আজ নতুনভাবে দেখা যাচ্ছে মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, নাহিদ রানা ও হাসান মাহমুদ—চার পরিবর্তনেই দলের ব্যাটিং অর্ডার ও বোলিংয়ে নতুন ভারসাম্য খুঁজছেন মিরাজ।
দলের একাদশ
বাংলাদেশ: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
আফগানিস্তান: রহমতুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, এএম গজনফর, বিলাল সামি।
মন্তব্য করুন