বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি কর্মী নিয়োগে যে সুবিধা দেবে মালয়েশিয়া

মালয়েশিয়ার টুইন টাওয়ার। পুরোনো ছবি
মালয়েশিয়ার টুইন টাওয়ার। পুরোনো ছবি

কিছু গুরুত্বপূর্ণ খাতে শ্রমিক ঘাটতি পূরণের লক্ষ্যে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন সুবিধা ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। এ বিষয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী কোটার আবেদনগুলো ‘কেস বাই কেস’ ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এ সুবিধার ঘোষণা দেন।

তিনি জানান, মালয়েশিয়ার সরকার শ্রমিক ঘাটতি পূরণের লক্ষ্যে তিনটি প্রধান খাত ও দশটি উপখাতে বিদেশি কর্মী কোটার আবেদনের জন্য এ বিশেষ সুবিধা দিতে সম্মত হয়েছে।

সুবিধাপ্রাপ্ত প্রধান তিনটি খাত হলো, বৃক্ষরোপণ, কৃষি, খনি ও খনন। এছাড়াও দশটি উপখাত হলো- নিরাপত্তা পরিসেবা, ধাতু স্ক্র্যাপ সামগ্রী, পরিষ্কার- পরিচ্ছন্নতা ও ভবন রক্ষণাবেক্ষণ, পাইকারি ও খুচরা ব্যবসা, লন্ড্রি, রেস্তোরাঁ, স্থল ভিত্তিক গুদামজাতকরণ, কার্গো হ্যান্ডলিং, সরকারি প্রকল্পের অধীনে নির্মাণ কাজ ও মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক অনুমোদিত নতুন বিনিয়োগ।

বিদেশি কর্মী নিয়োগ সুবিধা দেওয়ার মাধ্যমে সরকার শুধু গুরুত্বপূর্ণ খাতগুলো শ্রম চাহিদা পূরণ করছে না, বরং অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার ক্ষেত্রে মাদানি সরকারের অঙ্গীকারও প্রতিফলিত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এ বিশেষ প্রক্রিয়ার অধীনে যেসব নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগ প্রয়োজন তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ওয়ান স্টপ সেন্টার (ওএসসি) ফর ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্টে তাদের কোটা আবেদন জমা দিতে পারবেন।

তবে প্রতিটি আবেদন উপদ্বীপ মালয়েশিয়ার শ্রম বিভাগ (জেটিকেএসএম) এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর মূল্যায়নের সাপেক্ষে বিবেচিত হবে।

এর জন্য নিয়োগকর্তাদের প্রয়োজনীয় সব সহায়ক নথিপত্র জমা দিতে হবে এবং প্রতিটি আবেদন তার এবং জনবলের প্রয়োজনীয়তার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এ নমনীয় ও চাহিদাভিত্তিক পদ্ধতি শিল্পগুলোকে দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যেতে এবং প্রতিযোগিতামূলক থাকতে সাহায্য করবে বলে মনে করেন তারা।

এছাড়াও এ পদক্ষেপে সরকারকে আগামী বছর বিদেশি কর্মী নিয়োগের নীতি ও ব্যবস্থাপনার প্রক্রিয়া পর্যালোচনা ও শক্তিশালী করার সুযোগ দেবে, যা ২০৩০ সালের মধ্যে মোট কর্মশক্তির দশ শতাংশের বিদেশি কর্মীর সংখ্যা সীমাবদ্ধ করার জাতীয় লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ।

তবে কোন দেশ থেকে কী পরিমাণ কর্মী আনা হবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দেয়নি দেশটির সরকার। এ ঘোষণার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে আগ্রহী কর্মীদের সতর্ক থাকার আহ্বান করেন বাংলাদেশ কমিটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু নির্বাচন  / চারুকলার হোস্টেলের ফল ঘোষণা

বাসে ধর্ষণচেষ্টা, চালকসহ ৫ নামে মামলা

সাতক্ষীরায় জামায়াতের দুই কিলোমিটারব্যাপী মানববন্ধন

স্বামী-স্ত্রীর মধ্যে কে আগে ঝগড়া শুরু করেন? যা বলছে গবেষণা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

অর্থপাচার মামলা / মার্কিন নাগরিক এনায়েত করিমের জামিন নামঞ্জুর 

রাকসু নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১০ সদস্যের কমিটি

উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে : আসিফ নজরুল

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ

১০

এক ও দুই টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

১১

নির্বাচন কমিশনের ‘দায়িত্বহীনতার’ জবাব দেওয়া উচিত : ছাত্রদলের ভিপি প্রার্থী

১২

রিপনের মা-বাবাকে নিয়ে যা বললেন অভিনেত্রী চমক

১৩

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

১৪

মানুষের জীবনমান উন্নয়নের সব কিছুই ৩১ দফায় রয়েছে : কফিল উদ্দিন

১৫

খুব দ্রুতই পাস হচ্ছে জকসু আইন 

১৬

দেশে দক্ষমানব সম্পদ উন্নয়নে তাকামোল প্রকল্পের সফলতা

১৭

স্থায়ী কমিটিতে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি

১৮

ভেজাল কয়েকশ বস্তা টিএসপি সার ধ্বংস

১৯

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

২০
X