হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরে গোসলে করতে নেমে তিন চাচাত বোনের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চাঁনপুর চা বাগানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুলছাত্রী তিনজন বাড়ি একই ইউনিয়নের রামগঙ্গা চা বাগানে। তাদের আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোছকান আক্তার (১২), সাজিদ আলীর মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শামিমা (১০) এবং মজিদ আলীর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছানিয়া (৯)।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ১১টায় পুকুরে গোসলে করতে গেলে ফিরতে দেরি হওয়ায় দুপুর ১২টা ৩০ মিনিটে খোঁজ নিতে গিয়ে পানিতে তিন শিশুকে নিথর অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণিক স্থানীয় লোকের সহযোগিতায় তিন শিশুকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ মাহমুদ ৩টি শিশুকেই মৃত ঘোষণা করেন।
মৃত মোছকানের মা পারভীন বেগম জানান, শিশু তিনজনই সাঁতার জানত না।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত সবার মা-বাবাই চা বাগানের শ্রমিক হিসেবে কাজে করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
মন্তব্য করুন