অবৈধভাবে অবস্থান করাসহ বিভিন্ন অপরাধে আটক ৩৯ বাংলাদেশিকে সাজা দেওয়ার পর দেশে পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন।
বুধবার (২১ মার্চ) দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে তাদের দেশে পাঠান হয়।
নির্বাসিত সবাইকেই দেশটিতে পুনরায় প্রবেশে অপরাধ ভেদে ৫ থেকে আজীবনের জন্যও কালো তালিকাভুক্ত করার কথা জানিয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন। প্রত্যাবাসনকারী নিজেরাই আকাশপথের খরচ বহন করেছেন।
এদিকে অবৈধ বিদেশিদের ধরতে দেশটির সর্বত্রই অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ এক অভিযানে ১৯ বাংলাদেশিসহ ৪৪ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধ বিদেশিদের নিয়োগ দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে অভিবাসন বিভাগ।
মন্তব্য করুন