ওমরাহ করতে পবিত্র কাবায় গিয়ে অচেতন হয়ে পড়েছেন এক বাংলাদেশি। পরে তাকে উদ্ধার করেছে সৌদি রেড ক্রিসেন্ট। মঙ্গলবার (১৯ মার্চ) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ওমরাহ করতে গিয়ে কাবা চত্বরে অচেতন হয়ে পড়েন। সৌদি রেড ক্রিসেন্টের সদস্যরা পরে তাকে উদ্ধার করেন। এরপর তাৎক্ষণিক চিকিৎসায় তার পালস (হৃৎস্পন্দন) ফিরে আসে।
অচেতন হওয়া ওই বংলাদেশির বয়স ৫০ বছর। কাবা চত্বরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন রেড ক্রিসেন্ট সদস্যরা। এ সময় তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তাৎক্ষণিকভাবে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) পদ্ধতিতে তাকে চিকিৎসার মাধ্যমে হৃদস্পন্দন ফিরিয়ে আনা হয়। পরে চিকিৎসার জন্য তাকে ইমার্জেন্সি সেন্টারে (৩) স্থানান্তর করা হয়।
সৌদি রেড ক্রিসেন্ট হজ ও ওমরাহ যাত্রীদের প্রাথমিক চিকিৎসার (ফার্স্ট এইড) গুরুত্ব সম্পর্কে জানানোর চেষ্টা করছে। অজ্ঞান ও শ্বাসরোধ অবস্থা মোকাবিলায় জরুরি পদক্ষেপের বিষয়েও তারা জোর দিয়ে আসছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ৯৯৭ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন