ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অফিস-দোকানে একাকী নামাজ আদায়ে আজান-ইকামত দিতে হবে কি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। আর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ। নামাজ শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও আধ্যাত্মিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘নামাজ হলো দ্বীনের স্তম্ভ।’ অর্থাৎ, নামাজ ছাড়া ধর্মের ভিত্তি গড়ে ওঠে না।

রাসুল (সা.)-এর ভাষায়, ‘আমার চোখের স্নিগ্ধতা বা প্রশান্তি রয়েছে নামাজে।’ এ থেকেই বোঝা যায়, নামাজ শুধু শরীয়তের বিধান নয়, বরং তা একজন মুমিনের আত্মিক প্রশান্তির উৎস।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম কর এবং ফজরের নামাজ (কায়েম করো)। নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে।’ (সুরা বনি ইসরাঈল : ৭৮)

অন্য আয়াতে জামাতে নামাজ আদায়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু কর।’ (সুরা বাকারা : ৪৩)

কিন্তু যারা নিয়মিত বিভিন্ন অফিস-আদালত বা দোকানে কাজ করেন, তাদের অনেক সময় জামাত ছুটে যায়। একা নামাজ পড়তে হয়। এ ক্ষেত্রে প্রত্যেক নামাজিই একটা সমস্যায় ভুগে থাকেন; সেটা হলো, ‘একাকী নামাজে আজান-ইকামত দেবেন কি না।’

চলুন, জেনে নিই একাকী নামাজে আজান-ইকামত জরুরি কি না-

মসজিদের বাইরে আপনি যখন একাকী নামাজ আদায় করবেন, তখন নিচু স্বরে আজান ও ইকামত দেওয়া মুস্তাহাব (উত্তম)। আর যদি আপনি আজান ও ইকামত না দেন, তাহলেও আপনার নামাজের কোনো ক্ষতি হবে না এবং নামাজ সহিহ হয়ে যাবে। এর কারণ হলো, আপনার এলাকার মসজিদের আজান-ইকামত ওই এলাকার সবার নামাজের জন্য যথেষ্ট বলে গণ্য হয়। অর্থাৎ, এলাকার মধ্যে যখন একবার আজান হয়ে যায়, তখন তা সেই এলাকার সব মুসল্লির জন্য প্রযোজ্য।

অতএব, আপনার জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনি নিচু আওয়াজে আজান ও ইকামত দিয়ে নামাজ আদায় করেন। এটি সওয়াবের কাজ এবং নামাজের প্রস্তুতিতে বরকত বয়ে আনে। কিন্তু যদি কোনো কারণে আজান-ইকামত দিতে অসুবিধা হয়, তবে তা ছাড়াও আপনি নামাজ আদায় করতে পারবেন এবং আপনার নামাজ পুরোপুরি সহিহ হবে। (মুসান্নাফ আবদুর রাযযাক : ১/৫১০, বাদায়েউস সানায়ে : ১/২৭৭, আলবাহরুর রায়েক : ১/২৬৫, ফাতাওয়া হিন্দিয়া : ১/৫৩)

তবে, শরিয়ত অনুমোদিত কোনো অপারগতা ছাড়া জামাতে শরিক না হওয়া বৈধ নয়। যে ব্যক্তি জামাত ত্যাগে অভ্যস্ত হয়ে যায়, সে গোনাহগার। (আবু দাউদ : ৪৬৪)

এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘আমার প্রাণ যাঁর হাতে, তাঁর শপথ করে বলছি, আমার ইচ্ছা হয় আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দেই আর নামাজের আজান দেওয়ার জন্য হুকুম দেই। তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করি, যেন সে লোকদের নামাজের ইমামতি করে। আর আমি ওই সব লোকদের দিকে যাই, যারা নামাজের জামাতে হাজির হয়নি এবং তাদের বাড়িঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। (বোখারি : ৬১৮)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশায় জাকের

সৌম্যর জায়গায় দলে এলেন সাকিব

বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির চেয়ে কি ৭০ গুণ উত্তম?

এআই চশমা আনল মেটা, ক্যামেরা-ডিসপ্লে কি নেই তাতে!

ট্রফি বিতর্কে এবার ভারতীয় গণমাধ্যমকে আক্রমণ নকভির

যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে সতর্ক করল বিএনপি

পূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনদুপুরে টাকাভর্তি ব্যাগ ছিনতাই

গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি : নজরুল ইসলাম আজাদ

১০

রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে বার্সা-পিএসজি, ফ্রিতে দেখবেন যেভাবে

১১

‘তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন’

১২

কার মাধ্যমে ফেমাস হয়েছেন, জানালেন অনন্ত জলিল

১৩

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ১০ কেন্দ্রীয় নেতা

১৪

নিম্নচাপে পরিণত সাগরের লঘুচাপ, কোন সমুদ্রবন্দর থেকে কত দূরে

১৫

সিজারের কাঁচি দিয়ে ৪ জনকে জখম করলেন চিকিৎসক

১৬

চিয়া সিডের তেল মাথায় দিলে কী হয়? জানলে চমকে যাবেন

১৭

রবিনসনের শতকেও লাভ হলো না, মার্শ ঝড়ে অস্ট্রেলিয়ার জয়

১৮

৭০ বছরে বিয়ে করলেন বৃদ্ধ, ‘বাসর রাতে’ মৃত্যু

১৯

অবসর নিয়ে মেসিকে সতর্ক করে দিলেন সাবেক ব্রাজিল তারকা

২০
X