কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০২:৪৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘সাম্প্রদায়িক হামলার ঘটনা দেশের চেতনার পরিপন্থি’

পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

সাম্প্রদায়িক হামলার ঘটনা দেশের চেতনার পরিপন্থি বলে মন্তব্য করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নেতারা এমন মন্তব্য করে।

এখনও পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১০টি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা উল্লেখ করে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার বলেন, প্রতিমা ভাঙার মধ্য দিয়ে মানুষ জানতে পারে শারদীয় উৎসব আসন্ন, এটা বাংলাদেশের বাস্তবতা। পূজা ও সংসদ নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক হামলার ঘটনা দেশের চেতনার পরিপন্থি। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধপূর্ণ অবস্থা চাই না।

তিনি বলেন, নির্বাচন ও ধর্মীয় উৎসব আনন্দের বিষয়। যদিও ২০০১-২০০৬ সাল পর্যন্ত নির্বাচন ও ধর্মীয় উৎসব ঘিরে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নির্যাতনে আর পুনরাবৃত্তি চাই না। আমরা দুর্গাপূজা বা ধর্মীয় উৎসবের সময় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা মেনে নিতে পারি না।

দুর্গাপূজা নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের সাম্প্রদায়িক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে চন্দ্রনাথ পোদ্দার বলেন, মদমুক্ত পূজা করার আহ্বানের মধ্য দিয়ে সংসদ সদস্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। সম্প্রদায়কে কটাক্ষ করেছেন। ধর্মকে হেয় করেছেন। আমরা তার বক্তব্যের প্রতিবাদ জানাই। সম্প্রদায়কে কটাক্ষ করার অধিকার সংসদ সদস্যের নেই। কারণ মদ পূজার অংশ নয়।

গত এক বছরে সারা দেশে ৩৫টি সংখ্যালঘু নির্যাতন ও মন্দির ভাঙচুরের ঘটনার কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, এসব ঘটনার একটির বিচার হয়েছে, এমন নজির নেই। নিরাপদে দুর্গোৎসব সম্পন্ন করতে ২৫ দফা নির্দেশনা মেনে চলতে দেশের সকল জেলা ও উপজেলা কমিটি গুলোর প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।

দুর্গোৎসব উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা, বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া, সকল প্রকার অসাম্প্রদায়িকতা অবসানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নসহ সব অধিকার প্রতিষ্ঠায় ১২ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

লিখিত বক্তব্যে বলা হয়, দুঃখজনক বাস্তবতায় ‘নির্বাচন ও নির্যাতন’ ধর্মীয় ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে সনাতন সম্প্রদায়ের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আগামী নির্বাচনের পূর্বাপর শান্তিপূর্ণ সহাবস্তানের জন্য বর্তমান সরকার এবং সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর প্রতি যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নেতারা বলেন, বিশেষ করে অতীতে যেসব ব্যক্তি সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ন্যক্কারজনক ভূমিকা রেখেছে; তাদের নির্বাচনে প্রার্থী না করার জন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই। আমরা এমন একটি সমাজের অপেক্ষায় আছি, যে সমাজে ঈদ-পূজা-বড়দিন-বুদ্ধ পূর্ণিমাসহ অন্যান্য ধর্মীয় ও সর্বজনীন সামাজিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে, অসাম্প্রদায়িক পরিবেশে; কোন ধরনের ভয়ভীতি এবং পুলিশি পাহারা ছাড়া অনুষ্ঠিত হবে।

এ বছর সারা দেশে দুর্গাপূজার সংখ্যা ৩২ হাজার ৪০৭টি। রাজধানীতে ২৪৪টি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আগামী ২০ অক্টোবর শুক্রবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত ৫ (পাঁচ) দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্বীপেন চ্যাটার্জী, শৈলেন্দ্র নাথ মজুমদার, পূরবী মজুমদার, বাসুদেব ধর, তাপস পাল, ড. তাপস পাল, গোপাল দেবনাথ, সুবাশিং বিশ্বাস সাধন, বিণয় ঘোষ প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পূজা পরিষদের সভাপতি জে এল ভৌমিক বলেন, দেশে কিছু মানুষ আছে তারা চায় না সনাতন সম্প্রদায় বাংলাদেশে বসবাস করুক। এই চিত্র ১৯৭০ সালের নির্বাচনের পর থেকে দেখে আসছি। প্রকৃত অর্থে তারা সাম্প্রদায়িক।

আওয়ামী লীগে অনুপ্রবেশকারী সাম্প্রদায়িক গোষ্টী সংখ্যালঘু হামলার সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়ে তিনি বলেন, এবারের শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নিয়েছে। আমরা কখনই চাই না ধর্মীয় উৎসবে হামলা হোক। সর্বোপরি কথা হলো, পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তাসহ বিভিন্ন শৃঙ্খলার মধ্যে পূজা ও ধর্ম পালন খুবই কঠিন। আমরা এমন বাস্তবতা মোটেই চাই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ: আব্দুল মুক্তাদির

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১০

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

১১

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

১২

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১৩

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১৪

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১৫

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৬

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৭

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৮

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৯

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

২০
X