কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দুধ পানের দোয়া

দুধ পানের দোয়া। ছবি: সংগৃহীত
দুধ পানের দোয়া। ছবি: সংগৃহীত

দুধ অত্যন্ত পুষ্টিকর একটি পানীয়। এতে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও রিবোফ্লেভিনের মতো নানা গুরুত্বপূর্ণ উপাদান থাকায় পেশিশক্তি বৃদ্ধি, হাড়ের ক্ষয়রোধ, দাঁত মজবুতসহ নানা উপকারিতা রয়েছে। ছোট-বড় থেকে শুরু করে নানা বয়সী মানুষকে নিয়মিত দুধ পানের কথা বলে থাকেন বিশেষজ্ঞরা।

পবিত্র কোরআনে দুধ পানের ব্যাপারে সুরা মুমিনুনের ২১ নম্বর আয়াতে মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘গবাদি পশুর ভেতর তোমাদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত রয়েছে। তাদের পেটে যা আছে, তা থেকে তোমাদের পান করাই (দুধ) এবং এতে তোমাদের জন্য নানা উপকার রয়েছে। তোমরা তা থেকে খাও (গোশত)।’

এ ছাড়া সুরা নাহলের ৬৬ নম্বর আয়াতে মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার সুযোগ রয়েছে। আমি তোমাদের তাদের উদরস্থিত বস্তুসমূহের মধ্য থেকে রক্ত ও গোবর নিঃসৃত দুগ্ধ; যা পানকারীদের জন্য উপকারী।’ ইমাম তিরমিজি (র.) বর্ণিত হাদিসে বিশ্বনবী (সা.)-এর দুধ পানের বিষয়টি উঠে এসেছে। ওই হাদিসে বলা হয়েছে, দুধ রাসুলুল্লাহ (সা.)-এর সবচেয়ে পছন্দের পানীয়সমূহের একটি। মুহাম্মদ (সা.) বলেছেন, ‘দুধ ছাড়া অন্য কোনো পানীয়ের মধ্যে খাদ্য ও পানীয়ের উপাদান একসঙ্গে পাওয়া যায় না।’

দুধ পানের সময় রাসুলুল্লাহ (সা.) বিশেষ একটি দোয়া পাঠ করতেন। এমনকি দুধ পানের সময় ওই দোয়াটি পাঠ করার নির্দেশনাও দিয়েছেন সাহাবীদের।

দুধ পানের দোয়া:

اَللَّهُمَّ بَاركْ لنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ

উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। বঙ্গানুবাদ : ‘হে আল্লাহ! আমাদের এই খাবারে বরকত দিন এবং তা বাড়িয়ে দিন।’ (আবু দাউদ: ৩৭৩২)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, ‘যখন তোমাদের কেউ দুধ পান করে, এই দোয়া পাঠ করবে।’

দোয়া কবুল হওয়ার শর্ত:

  • হালাল, বৈধ ও পবিত্র জীবিকার ওপর নির্ভর হতে হবে।
  • হারাম উপার্জন (ফাঁকি, ধোঁকা, ওজনে কমবেশি, ভেজাল, খেয়ানত) ও হারাম খাদ্য থেকে বিরত থাকতে হবে।
  • দুনিয়াতে সবকিছুই শুধু আল্লাহর কাছে চাওয়া এবং বেশি করে চাওয়া।
  • সুখে-দুঃখে সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা।
  • আল্লাহর নাম ও ইসমে আজম দ্বারা দোয়া করা।
  • সৎকাজের আদেশ করা এবং অন্যায় কাজের নিষেধ করা।
  • দোয়ায় সর্বদা কল্যাণময় বিষয় কামনা করা।
  • মনোযোগ সহকারে দোয়া করা।
  • দোয়ার ফলাফলের জন্য ব্যস্ত না হওয়া।
  • দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা পোষণ করা।

যাদের দোয়া আল্লাহ বেশি কবুল করেন:

  • সন্তানের জন্য পিতা-মাতার দোয়া।
  • মুসাফিরের দোয়া এবং জিহাদকারীর দোয়া।
  • অত্যাচারীর বিরুদ্ধে নির্যাতিত বা মজলুম ব্যক্তির দোয়া।
  • হজ ও ওমরাহ পালনকারীর দোয়া।
  • রমজান মাসে রোজাদারের দোয়া ও কদরের রাতের দোয়া।
  • অসুস্থ, বিপদগ্রস্ত ও নিরুপায় ব্যক্তির দোয়া।
  • ন্যায়পরায়ণ শাসকের দোয়া।
  • অসহায় ও বৃদ্ধ মানুষের দোয়া।

আল্লাহ যেভাবে তার বান্দাদের দোয়া কবুল করেন:

আবু সায়ীদ খুদরী (রা.) থেকে বর্ণিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে তিনটি বিষয়ের একটি দান করেন। হয় তার প্রার্থিত বস্তুই তাকে সঙ্গে সঙ্গে প্রদান করেন, অথবা তার দোয়ার সওয়াব আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন, অথবা দোয়ার সওয়াবের পরিমাণে তার অন্য কোনো বিপদ-আপদ আল্লাহ দূর করে দেন। (মুসনাদে আহমদ : ১১১৩৩)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X