সামনে ঈদুল ফিতর। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যে উৎসব পালনে থাকে নানা আয়োজন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে মিলিত হয় একে অপরের সঙ্গে, সময় কাটান নিজ পরিবারের সঙ্গে।
শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণসহ ঈদ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে সালাম বিনিময়, এক সঙ্গে বসে গল্প-আড্ডা ও পরিবারের বড়-ছোটদের মিলনমেলাও থাকে চোখে পড়ার মতো।
এ ছাড়াও দূরে থাকা প্রিয়জনদেরও ভুলে যায় না কেউ। মুঠোফন বা সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাসেজ পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানায় অনেকে। এক্ষেত্রে শুভেচ্ছা বার্তায় কী লিখবে তা নিয়ে থাকে নানা ভাবনা।
তবে চিন্তার কিছু নেই ঈদ উপলক্ষে আপনজনদের পাঠিয়ে দিন নিচে উল্লেখিত সুন্দর সব শুভেচ্ছা বার্তা।
পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা-
মহান আল্লাহর আশীর্বাদ আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসুক। আপনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
আপানকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ আপনার সমস্ত স্বপ্ন পূরণ করুন।
আপনি যেন কোনো দিন কষ্টের সম্মুখীন না হন। আপনার আগামীর পথচলা শান্তিময় হোক। ঈদের পবিত্র দিনে আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করি, প্রাণভরা শুভেচ্ছা।
সর্বশক্তিমান আল্লাহ আপনার জীবন আনন্দ এবং সমৃদ্ধির সঙ্গে ভরে দিক। ঈদ মোবারক।
ভালোবাসা এবং উদারতার সঙ্গে উদযাপন করুন পবিত্র ঈদ।
এই শুভ উপলক্ষ আপনার জীবন স্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধির সঙ্গে মধুর করে তুলুক।
এই পবিত্র ঈদে গরিব-দুঃখীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিন। তাদের যত্ন নিন। ঈদ মোবারক।
সর্বশক্তিমান আপনার এবং আপনার পরিবারের প্রার্থনা কবুল করুক এবং আপনাকে ঈদের পুরস্কার ডান করুক।
ঈদের শুভেচ্ছাবার্তা হিসাবে পাঠিয়ে দিন এসব বার্তা-
পবিত্র ঈদে আপনার পরিবারের জন্য শান্তি, সম্প্রীতি, সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করছি।
ঈদ উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।
ঈদ উপলক্ষে দোয়া করি আপনার সকল ইচ্ছা পূরণ হোক, আগামী দিনগুলো আরও সুন্দর কাটুক।
আপনার চারপাশে ঈদের জাদু অনুভব করুন এবং আল্লাহ’র আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে রয়েছে।
আপনার এবং আপনার পরিবারের জন্য ঈদের প্রাণভরা শুভেচ্ছা। আল্লাহ আপনার সমস্ত স্বপ্ন পূরণ করুক।
ঈদ আনন্দের দিন, একতার দিন, তাই বিভেদ ভুলে সকলের সঙ্গে উৎসব উদযাপন করুন।
আল্লাহ আপনার ত্যাগ কবুল করুক এবং আপনাকে উদারভাবে প্রতিদান দিক।
ঈদ মোবারক, এই পবিত্র দিনটি পালনের সঙ্গে আপনার হৃদয় আলোকিত হোক।
আপনার আত্মার শান্তি, সমৃদ্ধি এবং ভক্তি কামনা করি। ঈদ মোবারক।
এই দিনে আপনার জীবন ভালোবাসা এবং সহানুভূতির চেতনায় ভরে উঠুক।
আল্লাহ আপনার সঙ্গে রয়েছে, বিশ্বাস এবং ভরসা রেখে ইতিবাচক ভাবে কাটান আগামীদিনগুলো। ঈদ মোবারক।
আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র ঈদের প্রাণভরা শুভেচ্ছা।
মন্তব্য করুন