আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত সন্তান। একই সঙ্গে বাবা-মায়ের শ্রেষ্ঠ সম্পদ তার সন্তান। এ জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে শিশুর জন্মের সংবাদ শুনলে দোয়া করা উচিত।
শিশুর জন্মের সংবাদ শুনলে দোয়া পড়ুন- আরবী : بَارَكَ اللَّهُ لَكَ فِي الـمَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الوَاهِبَ، وبَلَغَ أشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّهُ
উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাকা, ওয়া শাকারতাল ওয়াহিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুজিকতা বিররাহু।
অর্থ: আল্লাহ আপনাকে যা দান করেছেন তাতে আপনার জন্য বরকত দিন, আপনি দানকারীর কৃতজ্ঞতা আদায় করুন, সন্তানটি পরিণত বয়স লাভ করুক এবং আপনি তার সদাচার লাভ করুন।
এক ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করার পর হাসান বসরি রহ. উল্লিখিত দোয়া পাঠ করেন। (আল আজকার লিল-নববী পৃষ্ঠা ৩৪৯)
মন্তব্য করুন