বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ একজন সমন্বয়ক ছিলেন। সে সময় তার দেওয়া একটি ফেসবুক পোস্ট সম্প্রতি আবার ভাইরাল হয়েছে।
২০২৪ সালের ১৩ জুলাই ফেসবুক নিজের আইডিতে একটি ছবি শেয়ার করে ওই পোস্ট দিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আবু সাঈদ।
ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে। অন্যায়ের পক্ষে থেকে ১০০ বছর বাঁচার থেকে ন্যায়ের পক্ষে থেকে মারা যাওয়া অধিক উত্তম, সম্মানের, শ্রেয়।’
মঙ্গলবার (১ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলমসহ আরও অনেককে শহীদ আবু সাঈদের ১৩ জুলাইয়ের সেই ফেসবুক পোস্টটি শেয়ার করতে দেখা গেছে।
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত হন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ। এরপর থেকে কোটাবিরোধী আন্দোলন মোড় নেয় গণঅভ্যুত্থানে। দুর্বার আন্দোলনে ছাত্রদের সঙ্গে যোগ দেয় সাধারণ জনগণ। শেষে ৫ আগস্ট ১৫ বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।
মন্তব্য করুন