বর্তমান সময়ে ফেসবুক পোস্টের পাশাপাশি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে স্টোরি পোস্ট। ১ দিনের জন্য এ পোস্টে ফটো, ভিডিও শেয়ার করা যায়। সঙ্গে জুড়ে দেওয়া যায় পছন্দের মিউজিক। অনেকেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রায়ই পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। কারণ ফ্রেন্ড লিস্টে থাকাসহ ফলোয়েরা দেখতে পায় এসব পোস্ট, যা এড়াতে পারেন সহজ কিছু সেটিং পরিবর্তন করেই। এর জন্য প্রথমেই আপনাকে যেতে ফেসবুক অ্যাপে। এরপর ট্যাপ করুন প্রোফাইল ছবিতে। নিচে স্ক্রল করে সরসরি চলে যান সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে। যেখান থেকে সরসরি চলে যান সেটিংস এ। এবার স্ক্রল করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনের নিচে থাকা ‘স্টোরিজ’ ক্লিক করে ‘স্টোরি প্রাইভেসি’ নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে ‘হু ক্যান সি ইউর স্টোরি’ এর নিচে থাকা ‘ফ্রেন্ডস’ অপশনে ক্লিক করুন। নিচে পেয়ে যাবেন ‘হাইড স্টোরি ফ্রম’ অপশন। পরের পৃষ্ঠায় পেয়ে যাবেন ফেসবুক বন্ধুদের নামের তালিকা। প্রয়োজনে সার্চ বারের মাধ্যমেও নির্দিষ্ট ব্যক্তির নাম সার্চ করা যাবে।
এবার আসা যাক শেষ সেটিংএ। বন্ধু তালিকায় নামের পাশে থাকা বক্স চিহ্নে ট্যাপ করুন। যার মাধ্যেমে পরবর্তী সময়ে আপনার কোনো ফেসবুক স্টোরি দেখতে পারবেন না তারা।
মন্তব্য করুন