সার্টিফিকেট লাগবে? জীবনে উন্নতির জন্য সার্টিফিকেট অর্জন করুন। একটি সার্টিফিকেট আপনার জীবন বদলে দিতে পারে। প্রকশ্যে এমন সব কথা বলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট বিক্রির পোস্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে Private Exam Certificate নামে পেজটি প্রতিনিয়ত সার্টিফিকেট বিক্রির এমন পোস্ট দিয়ে যাচ্ছে। সার্টিফিকেট নিয়ে লোভনীয় সব ক্যাপশন লিখে পোস্ট দিয়ে যাচ্ছে পেজটি।
যেখানে কমেন্ট করছে অনেকেই। যাদের মধ্যে অনেকেই সার্টিফিকেট চেয়ে মন্তব্য করেছে। তবে পেজটি থেকে আদৌ সার্টিফিকেট দিতে পারে কিনা তা জানা যায়নি।
এ বিষয়ে জানতে পেজে থাকা নম্বরে কয়েকবার কল দেওয়া হয়। কিন্তু বারবার লাইন বিজি দেখায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি তাদের পেজে ম্যাসেজ দিয়েও কোনো উত্তর মেলেনি।
দীর্ঘদিন পড়াশোনার পর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে মেলে একটি সার্টিফিকেট। সেই সার্টিফিকেট তারা টাকার বিনিময়ে অনৈতিকভাবে বিক্রি করছে। পেজটি থেকে এমনটাই ধারণা করা যায়।
এ বিষয়ে পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়েছে। সার্টিফিকেট বিক্রির বিষয়গুলো নিয়ে এর আগেও অভিযান চালানো হয়েছে। উপযুক্ত তথ্যপ্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন