কিউট প্রিমিয়ার নারী হ্যান্ডবল লিগের হ্যাটট্রিক শিরোপার পথে মেরিনার ইয়াংস। গতকাল দিলকুশা স্পোর্টিং ক্লাবকে ৪৬-১৬ গোলে হারিয়েছে টানা দুবারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে মেরিনার ২৪-১১ গোলে এগিয়ে ছিল। ম্যাচে মেরিনারের রুবিনা ১০ গোল করেছেন।
সুপার ফোরে আজ আরামবাগের মুখোমুখি হবে মেরিনার। আরামবাগের শিরোপার সম্ভাবনা বেঁচে আছে কাগজ-কলমে। আজ মেরিনারকে হারালেই হবে না, থাকতে হবে বিশাল ব্যবধান। তিন ভারতীয় হ্যান্ডবলার সমৃদ্ধ মেরিনারের বিপক্ষে যা প্রায় অসম্ভব। শেষ ম্যাচে তাই হয়তো শিরোপা উৎসবের প্রস্তুতি নিয়েই আসবেন মেরিনার সমর্থকরা।
সুপার ফোর পর্বের আরেক ম্যাচে গতকাল আর এন স্পোর্টস হোম ২৯-২১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে।
মন্তব্য করুন