স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তারকা ক্রিকেটারদের

জালাল ইউনুস (বাঁয়ে) ও শাহরিয়ার নাফীস। ছবি : সংগৃহীত
জালাল ইউনুস (বাঁয়ে) ও শাহরিয়ার নাফীস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা সময়ের বিরতি। পাকিস্তানে টেস্ট সিরিজের আগে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। এ জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে ক্রিকেটারদের ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই তালিকায় রয়েছেন সাকিব আল হাসানও।

খেলছেন কানাডার গ্লোবাল প্রিমিয়ার লিগে। ফলে চট্টগ্রামে চলা টেস্ট স্কোয়াডের সম্ভাব্য ক্রিকেটারদের প্রস্তুতিতে অংশ নিতে পারছেন না তিনি। এরপরও তাকে স্কোয়াডে রেখেই সাজানো হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পরিকল্পনা।

বুধবার (৩১ জুলাই) বিসিবির কার্যালয়ে গণমাধ্যমে মুখোমুখি হন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবসহ তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনকেও পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সাকিব প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘সে টেস্টে অ্যাভেইলেবল (পাওয়া যাবে)। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে (সাকিব) পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’

চলতি বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তাসকিন আহমদে। এরপর টেস্ট সিরিজে নিজের অনাগ্রহের কথা জানিয়ে ছিলেন ডানহাতি এ ফাস্ট বোলার। তবে ইতিবাচক খবর হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান তাসকিনের বিষয়ে বলেন, ‘তাসকিনের কালকে (মঙ্গলবার) একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে (তাসকিন) বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।’

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ইবাদত হোসেন। এই ফাস্ট বোলারের বিষয়ে আশাবাদী বিসিবি, ‘ইবাদত এখনো রিকভার করছে। আমাদের কাছে সর্বশেষ খবর হচ্ছে, তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে ৭০ শতাংশের মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনো পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যেই আছে। রিকভার করুক। তারপর দেখা যাবে।’

আগামী মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি দুদলের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি

পররাষ্ট্র উপদেষ্টা / আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার

যমজ সন্তান জন্ম দেওয়ার পর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ৪০ হাজার মানুষকে খাওয়ানো হবে বিরিয়ানি

শিশু পুষ্টিতে শাকসবজির গুরুত্ব নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

৮ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি : জামায়াত আমির

দীর্ঘদিনের কাশি? কখন ফুসফুস পরীক্ষা করাবেন জানুন

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ‘জাতীয় সমাবেশ’, যা বললেন বক্তারা

১০

ভালোবাসার এক বছর 

১১

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৩০ দোকান

১২

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত

১৩

শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা জানালেন জয়শঙ্কর

১৪

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

১৫

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৬

সিএমপি বন্দর থানার নতুন ওসি আব্দুর রহিম, বাকিরা যেখানে

১৭

তর্কে জড়ানো সেই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

১৮

বিশ্বকাপজয়ী বিধ্বংসী ব্যাটারকে দলে ভেড়াল রংপুর

১৯

শাহ আমানত বিমানবন্দরে ৯০ লাখ টাকার সিগারেট জব্দ

২০
X