ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তায় সেনাবাহিনীর সহযোগিতা চাইল বিসিবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত

১০ বছর পর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর থেকে ১০ দলের এই টুর্নামেন্টটি হওয়ার কথা ঢাকা ও সিলেটে। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও।

নিরাপত্তা ইস্যু তৈরি হওয়াতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে নিরাপত্তার বিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে চিঠিও দিয়েছে বিসিবি। বোর্ডের পরিচালক ও আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করতে পারলে বাংলাদেশ থেকে সরে যেতে পারে টুর্নামেন্ট।

দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বোর্ডের বিভিন্ন পরিচালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যারা আছেন তাদেরই সবকিছু সামলে নিতে হচ্ছে। চিঠি দেওয়ার ব্যাপারে ইফতেখার আহমেদ কালবেলাকে বলেন, ‘এটা তো (নিরাপত্তা নিশ্চিত করা) সরকারের ব্যাপার। সিদ্ধান্ত না নিলে বিশ্বকাপটা চলে যাবে।’

তিনি জানিয়েছেন, আইসিসির পক্ষ থেকে সরকারের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সেটাসহ টুর্নামেন্ট আয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে বোর্ড। অবশ্য চিঠি দেওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি। সে কারণে কিছুটা ভয়েও ছিল বিসিবি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পেলে টুর্নামেন্ট আয়োজন সম্ভব বলে মনে করেন ইফতেখার আহমেদ।

অনেক কষ্টে আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব পেতে হয়। বাংলাদেশ সেটা পাওয়ার পরও যদি ধরে রাখতে না পারে, তাহলে সেটা হতাশার হবে বলে মনে করেন অনেকে। সেজন্যই যতদ্রুত সম্ভব আইসিসিকে নিরাপত্তার বিষয়টি অবহিত করতে চায় বিসিবি।

আগামী ৩-২০ অক্টোবর পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ দিনের এই টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে দুটি ভেন্যু। তবে ১০ আগস্টের মধ্যে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় যত্রতত্র পেট্রোল বিক্রি, হুমকির মুখে জননিরাপত্তা 

প্রেমের সম্পর্ক করে নগ্ন ভিডিও ধারণ, অতঃপর...

আইসিসিবিতে চলছে সিরামিক এক্সপো বাংলাদেশ, প্যাভিলিয়নে চমক ‘স্পিরিট অব লাইট’

এক দিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

জামায়াত নেতা রেজাউল করিমের বক্তব্যে এ্যানির হুঁশিয়ারি

শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে নার্সদের বিক্ষোভ

ইউটিউবে মুক্তি পেল জোভান-কেয়া অভিনীত ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’ 

টানা ৫৬ ঘণ্টা হেঁটে বিশ্বরেকর্ড করল রোবট

ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

১০

নতুন রূপে রণবীর-আলিয়া

১১

নকল করতে গিয়ে ধরা, অভিমানে পাশের স্কুলে ছাত্রীর আত্মহত্যা

১২

উপদেষ্টা পরিষদে ৪ অধ্যাদেশের খসড়া অনুমোদন

১৩

রাগ সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোন অঙ্গের ওপর, কীসের ক্ষতি হয় বেশি?

১৪

দ্বিতীয় ধাপে আরও ১৫৮ ইউএনওকে বদলি

১৫

এইচএসসিতে বাংলার সিলেবাস নিয়ে সিদ্ধান্ত দিল এনসিটিবি

১৬

পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ধর্মেন্দ্রের স্মরণসভা

১৭

বিপিএলের নিলামে বিশ্ব তারকারা, তালিকায় নাম যাদের

১৮

পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে উত্তরপত্র

১৯

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

২০
X