শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তায় সেনাবাহিনীর সহযোগিতা চাইল বিসিবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত

১০ বছর পর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর থেকে ১০ দলের এই টুর্নামেন্টটি হওয়ার কথা ঢাকা ও সিলেটে। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও।

নিরাপত্তা ইস্যু তৈরি হওয়াতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে নিরাপত্তার বিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে চিঠিও দিয়েছে বিসিবি। বোর্ডের পরিচালক ও আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করতে পারলে বাংলাদেশ থেকে সরে যেতে পারে টুর্নামেন্ট।

দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বোর্ডের বিভিন্ন পরিচালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যারা আছেন তাদেরই সবকিছু সামলে নিতে হচ্ছে। চিঠি দেওয়ার ব্যাপারে ইফতেখার আহমেদ কালবেলাকে বলেন, ‘এটা তো (নিরাপত্তা নিশ্চিত করা) সরকারের ব্যাপার। সিদ্ধান্ত না নিলে বিশ্বকাপটা চলে যাবে।’

তিনি জানিয়েছেন, আইসিসির পক্ষ থেকে সরকারের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সেটাসহ টুর্নামেন্ট আয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে বোর্ড। অবশ্য চিঠি দেওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি। সে কারণে কিছুটা ভয়েও ছিল বিসিবি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পেলে টুর্নামেন্ট আয়োজন সম্ভব বলে মনে করেন ইফতেখার আহমেদ।

অনেক কষ্টে আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব পেতে হয়। বাংলাদেশ সেটা পাওয়ার পরও যদি ধরে রাখতে না পারে, তাহলে সেটা হতাশার হবে বলে মনে করেন অনেকে। সেজন্যই যতদ্রুত সম্ভব আইসিসিকে নিরাপত্তার বিষয়টি অবহিত করতে চায় বিসিবি।

আগামী ৩-২০ অক্টোবর পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ দিনের এই টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে দুটি ভেন্যু। তবে ১০ আগস্টের মধ্যে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১০

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১১

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১২

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৩

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১৪

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

১৫

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

১৬

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

১৭

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

১৮

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

১৯

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

২০
X