ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তায় সেনাবাহিনীর সহযোগিতা চাইল বিসিবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত

১০ বছর পর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর থেকে ১০ দলের এই টুর্নামেন্টটি হওয়ার কথা ঢাকা ও সিলেটে। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও।

নিরাপত্তা ইস্যু তৈরি হওয়াতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে নিরাপত্তার বিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে চিঠিও দিয়েছে বিসিবি। বোর্ডের পরিচালক ও আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করতে পারলে বাংলাদেশ থেকে সরে যেতে পারে টুর্নামেন্ট।

দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বোর্ডের বিভিন্ন পরিচালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যারা আছেন তাদেরই সবকিছু সামলে নিতে হচ্ছে। চিঠি দেওয়ার ব্যাপারে ইফতেখার আহমেদ কালবেলাকে বলেন, ‘এটা তো (নিরাপত্তা নিশ্চিত করা) সরকারের ব্যাপার। সিদ্ধান্ত না নিলে বিশ্বকাপটা চলে যাবে।’

তিনি জানিয়েছেন, আইসিসির পক্ষ থেকে সরকারের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সেটাসহ টুর্নামেন্ট আয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে বোর্ড। অবশ্য চিঠি দেওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি। সে কারণে কিছুটা ভয়েও ছিল বিসিবি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পেলে টুর্নামেন্ট আয়োজন সম্ভব বলে মনে করেন ইফতেখার আহমেদ।

অনেক কষ্টে আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব পেতে হয়। বাংলাদেশ সেটা পাওয়ার পরও যদি ধরে রাখতে না পারে, তাহলে সেটা হতাশার হবে বলে মনে করেন অনেকে। সেজন্যই যতদ্রুত সম্ভব আইসিসিকে নিরাপত্তার বিষয়টি অবহিত করতে চায় বিসিবি।

আগামী ৩-২০ অক্টোবর পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ দিনের এই টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে দুটি ভেন্যু। তবে ১০ আগস্টের মধ্যে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে

দেশে এক দিন পর কমলো স্বর্ণের দাম

বাবা হারালেন মোহাম্মদ এ আরাফাত

জুলাই সনদ : ফের ঐকমত্য কমিশনের সভা আয়োজনের দাবি

শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

ঐক্যবদ্ধ থাকুন, কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না : দুদু

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

নিখোঁজের ৭ দিন পর আদিবার হাত বাঁধা লাশ উদ্ধার 

‘খাদ্যাভ্যাস আর জীবনযাপন পদ্ধতি পরিবর্তন না আনলে ক্যানসার ঠেকানো কঠিন’

১০

মালদ্বীপে জুমার খুতবা বাংলায় অনুবাদের উদ্যোগ

১১

শ্রেষ্ঠত্বের অগ্রযাত্রা, ডিবিএল সিরামিকসের সেরা ডিলারদের অনুপ্রেরণার গল্প

১২

পাকিস্তান-আফগানিস্তান দ্বন্দ্বে যার পাশে থাকছে ভারত

১৩

আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে জাগপা ও আপ বাংলাদেশ

১৪

গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাই যোদ্ধার

১৫

ঐকমত্যে ব‍্যর্থ হলে ভয়ানক পরিস্থিতির ঝুঁকি দেখছে এবি পার্টি

১৬

মাত্র ১৫ বছর বয়সেই নিজের প্রথম ল্যাম্বরগিনি পেলেন রোনালদোর ছেলে

১৭

জকসুর নির্বাচনী আচরণবিধি তৈরিতে কাজ করছে ইসি

১৮

 দেশেই আছেন ডন-সামিরা 

১৯

স্নাতকের শেষ দিনে দুঃস্থদের খাবার বিতরণ জবি শিক্ষার্থীদের

২০
X