স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে রেখে বিসিবির দল ঘোষণা

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

অনেক আলোচনা আর জল্পনা-কল্পনার পর সাকিব আল হাসানকে রেখে পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাওয়ালপিন্ডি ও করাচিতে হতে যাওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচের জন্য বাংলাদেশ দল সোমবার (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশে রওনা হবে।

প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট। ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

১৬ সদস্যের দলে রাখা হয়েছে সাকিবকে। ইনজুরির কারণে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। পাকিস্তান সফরের সিরিজে টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদও।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ডান হাতি এ ফাস্ট বোলারকে। তবে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দিপু। একটি ভারসাম্যপূর্ণ দল হয়েছে বলে দাবি বিসিবির প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপুর।

তিনি বলেন, ‘এই (টেস্ট) সংস্করণের জন্য আমাদের সেরা খেলোয়াড়দের বেছে নেওয়ার উপর জোর দেওয়া হয়। এটি একটি ভারসাম্যপূর্ণ দল। মুশফিকুর (রহিম), মুমিনুল (হক) ও সাকিব (আল হাসান) একসঙ্গে ২১৬টি ম্যাচ খেলেছে। তাইজুল (ইসলাম) এবং মিরাজ (মেহেদী হাসান) দীর্ঘদিন ধরে স্পিন বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। তাদের ৩৫০টিরও বেশি উইকেট রয়েছে। আমরা আশা করি শান্ত, লিটন এবং অন্য ব্যাটাররাও এগিয়ে আসবেন, কারণ পাকিস্তানের বিপক্ষে সিরিজটি প্রতিযোগিতামূলক করতে দলগত প্রচেষ্টার প্রয়োজন।’

এ সময় টেস্ট দলে তাসকিনের ফেরার বিষয়ে বলেন, “সে (তাসকিন) যে দ্বিতীয় টেস্ট খেলবে, তা মাথায় রেখেই আমরা পাঁচ পেসারকে বেছে নিয়েছি। গত বছরের জুন থেকে সে কোনো টেস্টে বোলিং করেনি। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে তাকে ‘এ’ দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।”

ঘরের মাঠে পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘পাকিস্তান খুব কঠিন প্রতিপক্ষ! বিশেষ করে তাদের ঘরের মাঠে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। এটা ভালো যে আমরা লাহোরে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাব।’

বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

দলে ফিরেছেন: মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

বাদ পড়েছেন: শাহাদাত হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

সুন্দরবনে ফাঁদে আটক হরিণ উদ্ধার, শিকারি গ্রেপ্তার

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস বাস্তবায়ন কতদূর?

জকসু নির্বাচনে ৬৬৬ ভোটে এগিয়ে শিবির প্যানেলের ভিপি প্রার্থী

ফেসবুকে অস্ত্র উঁচিয়ে পোস্ট, সেই যুবক আটক

১০

সহজ ম্যাচ কঠিন করে জিতে শীর্ষে ফিরল চট্টগ্রাম

১১

‘জুলাই সম্মাননা স্মারক’ পেলেন রাবির তিন সাংবাদিক

১২

বিএনপির দুই নেতাকে বহিষ্কার

১৩

স্কুল-কলেজের এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

১৪

প্রস্রাবের রং দেখে কি শরীরের অবস্থা টের পাওয়া যায়? কখন ডাক্তারের কাছে যেতেই হবে

১৫

‘বেইমান’ আখ্যা পাওয়া ৩ নেতাকে দলে ফেরাল বিএনপি

১৬

টানা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

১৭

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

১৮

স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিবকে গুলি

১৯

বিপিএল মাঝপথে রেখে পাকিস্তানে ফিরলেন মোহাম্মদ আমির

২০
X