ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৩:৫৭ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

শরিফুলের চোখে হুমকি বাবর

বাবর আজম ও শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাবর আজম ও শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে পাকিস্তানে প্রস্তুতি নিচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। লাহোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুশীলন করছেন তারা। দেশটির রাজনৈতিক পরিস্থিতি থমথমে হলেও বাংলাদেশ দলের জন্য আছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সে কারণে নিরাপত্তা নিয়ে শান্তরা চিন্তিতও না। তবে বাংলাদেশ দলের চিন্তা পাকিস্তান ব্যাটার বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারকে কঠিন চ্যালেঞ্জ মনে করেন দলের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলাম। গতকাল অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বাঁ হাতি এই পেসার।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে একটু দেরি করেই দলের সঙ্গে যোগ দেন শরিফুল। সবাই যখন অনুশীলন জার্সিতে মাঠে এসেছিলেন, শরিফুল তখন সাদা পোশাকেই এলেন। তীব্র গরমের মাঝে অনুশীলন করেন তারা। টানা পাঁচ মাস যাবৎ সাদা বলের ক্রিকেটে ব্যস্ত ছিলেন তারা। এবার লাল বলে ফেরার পালা। প্রস্তুতির ব্যাপারে শরিফুল বলেন, ‘অনেক দিন পর লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছি; মানিয়ে নিতে হয়েছে। আমরা কিছুদিন সময় পেয়েছি। ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড নিয়ে কাজ করতে হয়েছে। আমি মনে করি, সব কিছু প্রায় কভার হয়ে গেছে।’

ঐতিহ্যগতভাবে পাকিস্তানের বেশিরভাগ উইকেটেই রানবন্যা হয়ে থাকে। উইকেট নিয়ে তাই পেসারদের প্রত্যাশা জানাতে গিয়ে শরিফুল বলেন, ‘আমি এখনো রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি, তারা ফাস্ট বোলারদের জন্য কিছু ঘাস রাখছে। আমরাও উইকেটে ঘাসের প্রত্যাশা করছি। সব ফাস্ট বোলারই উইকেটে ঘাস ও সিম মুভমেন্ট পছন্দ করে। তো এটি ফাস্ট বোলারদের জন্য ভালো।’

রাওয়ালপিন্ডিতে বরাবরই দুর্দান্ত বাবররা। এবারও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারেন তারা। শরিফুলও সেরকমই চ্যালেঞ্জ দেখছেন, ‘আমার মতে, বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই দ্রুত তার উইকেট নিতে হবে।’

বাবরদের বিশ্বমানের উল্লেখ করে নিজেদের সামর্থ্য নিয়ে বাঁ হাতি এই পেসার বলেন, ‘তারা (বাবর, শান) বিশ্বমানের ব্যাটসম্যান। আমাদের বোলিং আক্রমণও ভালো। তাদের বিপক্ষে লড়তে হবে। এ ছাড়া তাদের ঘরের মাঠের খেলা। তাই আমাদের কাজটা কঠিন। আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের লড়তে হবে।’

সিরিজের জন্য বাংলাদেশের যাওয়ার কথা ছিল আজ। তবে দেশের পরিস্থিতির কারণে পাঁচ দিন আগেই সেখানে যান তারা। এ জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ দিয়েছেন শরিফুল, ‘পিসিবিকে ধন্যবাদ। আমাদের জন্য দারুণ অনুশীলন সুবিধা রেখেছে। আমি এখানে উপভোগ করেছি। কিছুটা গরম, মানিয়ে নিতে হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X