ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৩:৫৭ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

শরিফুলের চোখে হুমকি বাবর

বাবর আজম ও শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাবর আজম ও শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে পাকিস্তানে প্রস্তুতি নিচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। লাহোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুশীলন করছেন তারা। দেশটির রাজনৈতিক পরিস্থিতি থমথমে হলেও বাংলাদেশ দলের জন্য আছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সে কারণে নিরাপত্তা নিয়ে শান্তরা চিন্তিতও না। তবে বাংলাদেশ দলের চিন্তা পাকিস্তান ব্যাটার বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারকে কঠিন চ্যালেঞ্জ মনে করেন দলের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলাম। গতকাল অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বাঁ হাতি এই পেসার।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে একটু দেরি করেই দলের সঙ্গে যোগ দেন শরিফুল। সবাই যখন অনুশীলন জার্সিতে মাঠে এসেছিলেন, শরিফুল তখন সাদা পোশাকেই এলেন। তীব্র গরমের মাঝে অনুশীলন করেন তারা। টানা পাঁচ মাস যাবৎ সাদা বলের ক্রিকেটে ব্যস্ত ছিলেন তারা। এবার লাল বলে ফেরার পালা। প্রস্তুতির ব্যাপারে শরিফুল বলেন, ‘অনেক দিন পর লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছি; মানিয়ে নিতে হয়েছে। আমরা কিছুদিন সময় পেয়েছি। ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড নিয়ে কাজ করতে হয়েছে। আমি মনে করি, সব কিছু প্রায় কভার হয়ে গেছে।’

ঐতিহ্যগতভাবে পাকিস্তানের বেশিরভাগ উইকেটেই রানবন্যা হয়ে থাকে। উইকেট নিয়ে তাই পেসারদের প্রত্যাশা জানাতে গিয়ে শরিফুল বলেন, ‘আমি এখনো রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি, তারা ফাস্ট বোলারদের জন্য কিছু ঘাস রাখছে। আমরাও উইকেটে ঘাসের প্রত্যাশা করছি। সব ফাস্ট বোলারই উইকেটে ঘাস ও সিম মুভমেন্ট পছন্দ করে। তো এটি ফাস্ট বোলারদের জন্য ভালো।’

রাওয়ালপিন্ডিতে বরাবরই দুর্দান্ত বাবররা। এবারও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারেন তারা। শরিফুলও সেরকমই চ্যালেঞ্জ দেখছেন, ‘আমার মতে, বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই দ্রুত তার উইকেট নিতে হবে।’

বাবরদের বিশ্বমানের উল্লেখ করে নিজেদের সামর্থ্য নিয়ে বাঁ হাতি এই পেসার বলেন, ‘তারা (বাবর, শান) বিশ্বমানের ব্যাটসম্যান। আমাদের বোলিং আক্রমণও ভালো। তাদের বিপক্ষে লড়তে হবে। এ ছাড়া তাদের ঘরের মাঠের খেলা। তাই আমাদের কাজটা কঠিন। আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের লড়তে হবে।’

সিরিজের জন্য বাংলাদেশের যাওয়ার কথা ছিল আজ। তবে দেশের পরিস্থিতির কারণে পাঁচ দিন আগেই সেখানে যান তারা। এ জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ দিয়েছেন শরিফুল, ‘পিসিবিকে ধন্যবাদ। আমাদের জন্য দারুণ অনুশীলন সুবিধা রেখেছে। আমি এখানে উপভোগ করেছি। কিছুটা গরম, মানিয়ে নিতে হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

১০

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফেললেন তারকা খেলোয়াড়

১১

নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

১২

বাংলাদেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টানে ভেদাভেদ নেই : ড. এমএ কাইয়ুম

১৩

যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন সংগ্রাম চলবে : সাদিক কায়েম

১৪

নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা 

১৫

গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা

১৬

নিলামে অংশ নিলেও ক্রিকেটার কেনার ইচ্ছে নেই এই ফ্র্যাঞ্চাইজির

১৭

তিন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

১৮

শীতে কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে, এই ৪ নিয়ম মানলে বিপদ এড়ানো সম্ভব

১৯

ভূমিকম্পে হতাহতদের দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক 

২০
X