স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইনজুরির শঙ্কায় মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে ইনজুরিতে পড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয় পুরোপুরি সুস্থ হতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে ওপেনারের। ফলে ছিটকে গেছেন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে।

এবার নতুন করে শঙ্কা তৈরি হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে ঘিরে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অনুশীলনের সময় হাতের আঙুলে চোট পান তিনি। এতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি অভিজ্ঞ এ ক্রিকেটার।

তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সুস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি। শনিবার (১৭ আগস্ট) বিসিবির ভিডিও বার্তায় নিজের ইনজুরি নিয়ে মুশফিক বলেন, ‘কয়েক দিন ভারি বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞাতার বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাঁধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলাররাও... নাসিম ভাই, মোহাম্মদ আলি, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে।’

পাকিস্তান-ভারত সফরসহ চলতি বছর সর্বমোট ৮টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এর আগে ‘এ’ দলের সফরগুলো বেশ গুরুত্বপূর্ণ বলে জানান মুশফিক, ‘আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু প্র্যাকটিস সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।’

এর আগে করাচি ও লাহোরে ম্যাচ খেললেও প্রথমবারের মতো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রয়েছেন মুশফিক। এ শহর থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে চান তিনি, ‘এর আগে ৩-৪ বার লাহোর ও করাচিতে খেলেছি। তবে ইসলামাবাদে এটাই আমার প্রথম আসা। শহরটা অনেক সুন্দর। এখানকার সুযোগ-সুবিধাও ভালো। আশা করি এখান থেকে আমরা যা শিখবো তা সামনের ম্যাচগুলোতে কাজে লাগাতে পারব।’

ইসলামাবাদ থেকে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে যাবেন মুশফিক। আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে মাঠে গড়ানোর কথা পাকিস্তান-বাংলাদেশের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

তরুণ থাকতে সকালে গড়ে তুলুন এই ৫ অভ্যাস

ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে মুখ খুলল রাশিয়া

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকার

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানীতে আজ কোথায় কী

১০

পলাশীতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন আজ

১১

ডিভিশনাল ম্যানেজার পদে চাকরি দিচ্ছে মিনিস্টার

১২

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

১০ কিলোমিটার হেঁটে মাঠে যাওয়া রিয়ানের পাশে ডিসি

১৫

৭ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে আকিজ মটরস

১৭

কম দামে দুধ বিক্রি করে আলোচনায় খামারি জামান

১৮

সচল নেই রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত ৭০০ সিসি ক্যামেরার একটিও

১৯

বিতর্কের মধ্যেই এবার ধলাই বিল ইজারা

২০
X