স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পেলেন সাকিব

উইকেট শিকারের পর সাকিবকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর সাকিবকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত

হত্যা মামলা মাথায় নিয়ে খেলেন রাওয়ালপিন্ডি টেস্ট। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে সাকিব আল হাসান অবদান রাখেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে। এতে পাশে পাচ্ছেন অনেককেই।

তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে পেয়েছেন দুঃসবাদ। অশোভন আচরণের জন্য শাস্তি পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের খেলায় বল করছিলেন সাকিব। স্ট্রাইকে ছিলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের ৩৩ ওভারে প্রথম বল করার পর দ্বিতীয়টির জন্য রানআপের শেষ মাথায় যান বাংলাদেশের সাবেক অধিনায়ক।

শুরুতে বল মোকাবিলার জন্য প্রস্তুত হলেও পরে কোনো এক কারণে পেছনে ফিরে কী যেন দেখছিলেন রিজওয়ান। এতে মেজাজ ধরে রাখতে পারেননি সাকিব। ক্ষোভে রিজওয়ানের মাথার উপর দিয়ে বল ছুঁড়ে মারেন তিনি। বেশ খানিকটা লাফিয়ে বল তালুবন্দি করেন উইকেটকিপার লিটন কুমার দাস।

এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ম্যাচ অফিসিয়ালরা। আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল-ওয়ান লঙ্ঘন করেছেন তিনি।

এর সর্বোচ্চ শাস্তি তিরস্কার ছাড়াও ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির ২.৯ ধারায় সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়ে তাকে।

এ ছাড়া গত ২৪ মাসের মধ্যে এটি প্রথম অপরাধ হওয়ায়, তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাকিব অপরাধ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি রঞ্জন মদুগাল্লের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এ দিকে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দুদলকেই। পাকিস্তানের ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করার পাশাপাশি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

আর ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানার সঙ্গে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে বাংলাদেশের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

০৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১০

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১১

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১২

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১৩

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১৪

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৫

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৬

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৭

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৯

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

২০
X