রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও গতির ঝড় তোলেন পেসার নাহিদ রানা। গতিতে দেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন তিনি। স্পর্শ করেছেন নতুন এক মাইলফলক।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্রুতগতিতে বল করার নতুন রেকর্ড গড়েছেন এ টাইগার পেসার। প্রতি ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে গতির ঝড়ে ১৫০-এর কোটা ছুঁতে পারেননি কোনো বাংলাদেশি পেসার। এর আগে রুবেল হোসেন সর্বোচ্চ ১৪৯.৫ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড গড়েছিলেন।
সোমবার (২ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে গতির এ রেকর্ড গড়েন নাহিদ রানা। এ দিন বল হাতে ছিলেন দুর্দান্ত। শিকার করেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার শিকার পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল ও আবরার আহমেদ।
Saud Shakeel gone as well Nahid Rana has three in three overs https://t.co/1CSHXUZpQ0 pic.twitter.com/x4XhQtk0Qi
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 2, 2024
মন্তব্য করুন