স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা

বাংলাদেশের তিন পেস বোলার পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশের তিন পেস বোলার পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পেস আক্রমণ এক নতুন উচ্চতায় পৌঁছেছে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে, যেখানে পাকিস্তানের পুরো দ্বিতীয় ইনিংসের সবকটি উইকেট তুলে নিয়ে এক নতুন মাইলফলক স্থাপন করেছে টাইগার পেসাররা। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি পেসাররা টেস্টের এক ইনিংসে প্রতিপক্ষের সবকটি উইকেট নিজেদের দখলে নিয়েছে। এ রেকর্ডে মূল ভূমিকা রেখেছেন হাসান মাহমুদ, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

সোমবার (২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে বল হাতে শুরু থেকেই ছন্দে ছিলেন হাসান ও নাহিদ। আগের দিনই হাসান দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছিলেন। সেই চাপকে আরো বাড়িয়ে দেন নাহিদ রানা, যিনি ধারাবাহিক গতিময় ও সুইং বোলিংয়ে পাকিস্তানের ব্যাটারদের একের পর এক সমস্যায় ফেলেন।

চতুর্থ দিনের সকালে বল হাতে জাদু দেখাতে শুরু করেন নাহিদ। একপ্রান্ত থেকে নাহিদ শৃঙ্খলাবদ্ধ এবং গতিময় বোলিংয়ে সাফল্য পান, অন্যদিকে হাসান তার বিধ্বংসী ফর্ম অব্যাহত রাখেন।

পাকিস্তানকে মাত্র ১৭২ রানে গুটিয়ে দিতে পেসারদের এই সম্মিলিত প্রচেষ্টা ছিল অসাধারণ। ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ, যা তার প্রথম টেস্ট ফাইফার নিশ্চিত করে। হাসান মাত্র ১০.৪ ওভারে ৪৩ রানে ৫ উইকেট তুলে নেন। তার এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট শিকার করা প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ইতিহাস গড়েন।

নাহিদ রানা শেষ করেন ৪ উইকেট নিয়ে, যা তার ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স। তাসকিন আহমেদ শিকার করেন একটি উইকেট, তবে তার নিয়ন্ত্রিত বোলিংও পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশের স্পিন-নির্ভর বোলিং আক্রমণের অতীতের ধারা থেকে বেরিয়ে এসে পেসারদের এই অসাধারণ সাফল্য দেশের টেস্ট ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করছে।

বাংলাদেশ এর আগে সর্বোচ্চ ৯টি উইকেট নিতে পেরেছিল পেস বোলিংয়ের মাধ্যমে। সেটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে একবার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে : তাজুল ইসলাম

গ্রি ফর্চুন অফার ক্যাম্পেইন চালু

নিয়োগ দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আবেদন করুন অনলাইনে

কষ্টে দিন যাচ্ছে ‘এক টাকার মাস্টারের’, কেউ খবর রাখে না 

স্কোয়াড ঘোষণার পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি

ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রথম দেখাতেই মানুষ চিনে নিন ৫ মনোবিজ্ঞানভিত্তিক ট্রিকসে

পাচার অর্থ ফেরাতে / ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চুক্তি করতে নির্দেশ

১০

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার

১১

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে অফিস ঘেরাও

১২

এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, উদ্ধার অভিযান চলছে

১৩

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আয়োজনে বক্তারা / জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য

১৪

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

১৫

ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

১৬

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

১৭

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

১৮

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

১৯

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

২০
X