স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে উইকেট বদলে ফেলছে ভারত?

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট। ছবি: সংগৃহীত
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট। ছবি: সংগৃহীত

স্পিন সহায়ক উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ দল। আর বেশ আগে থেকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট স্পিন সহায়ক। এ মাঠেই হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। এখানে সব সময় স্পিনাররা বাড়তি সুবিধা পান। তবে এবার বদলে যেতে পারে এ চিত্র।

ধারণা করা হচ্ছে চেন্নাইয়ের উইকেটে পেসারদের জন্য বাড়তি সুবিধা রাখতে পারে ভারত। এ জন্য বাংলাদেশের শক্তি এবং ভবিষ্যৎ সূচিকে বিবেচনায় নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বাংলাদেশের পর দুটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে ভারত। একটি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যটি অস্ট্রেলিয়ার মাটিতে। নভেম্বরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারত। জানুয়ারি পর্যন্ত সেই সফরের কথা চিন্তা করে ব্যাটারদের প্রস্তুতির জন্য পেস উইকেট বানানোর লক্ষ্য ভারতের।

এ ছাড়া ২০১৯ সালে ইন্দোর ও কলকাতায় ভারতীয় বোলাররা রীতিমতো নাকানিচুবানি খাওয়া টাইগার ব্যাটারদের। দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। দুই টেস্টে ৪০ উইকেটের ৩৫টি নিয়েছিলেন ভারতীয় পেসাররা।

কাজে অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে কুপোকাত করতে পেস সহায়ক উইকেট তৈরি করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ে কালো নয়, লাল মাটির উইকেটে খেলতে পারে ভারত। উইকেটে ঘাসও থাকতে পারে বলে জানায় গণমাধ্যমটি।

যদিও স্পিনারদের বাড়তি গুরুত্ব দিয়ে ব্যাটিং অনুশীলন করেন ভারতীয় ব্যাটাররা। বাংলাদেশের সাকিব, তাইজুল আর নিউজিল্যান্ডের আইজাজ প্যাটে ও রাচিনের কথা মাথায় রেখে বাঁহাতি স্পিনার বেশি অনুশীলন করেছেন ভারতীয় ব্যাটাররা, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

নেটে বোলিংয়ে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ছাড়াও তিন বাঁহাতি স্পিনার পি ভিগনেশ, অজিত রাম ও মানিমারান সিদ্ধার্থ। ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায় অনুশীলনে ব্যাটাররা একের পর এক সুইপ, রিভার্স সুইপ খেলার অনুশীলন করেছেন।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরছে ভারত। চলতি বছর শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ভারতের নতুন কোচের দায়িত্ব নেন গৌতম গম্ভীর। যদিও পুরো দলকে একসঙ্গে পাননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে : নেজামে ইসলাম

রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ

ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির

রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

১০

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

১১

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

১২

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

১৩

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

১৪

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

১৫

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

১৬

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

১৮

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

১৯

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

২০
X