স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে যাওয়ার আগে নিজেদের পরিকল্পনা জানালেন শান্ত

বিমানবন্দরে ভারতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত। ছবি : বিসিবি
বিমানবন্দরে ভারতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত। ছবি : বিসিবি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই মাচ ও তিন টি-টোয়েন্টি খেলতে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ভারত সফরে গণমাধ্যমে নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ জেতার পরিকল্পনা নিয়েই ভারতে যাচ্ছেন বলে জানান শান্ত, ‘পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা। সে লক্ষ্যেই আমরা মাঠে নামব। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করব দলের হয়ে অবদান রাখার।’

রোহিত-বুমরাদের বিপক্ষে সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন টাইগার দলপতি, ‘এ সিরিজটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ তারা আমাদের থেকে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা। কারণ বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কি ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে, তাই আশা করছি ভালো কিছুই হবে।’

ভারতীয় গণমাধ্যমের খবর- বদলে ফেলা হচ্ছে প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের উইকেটের আচরণ। বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক, ‘উনারা (ভারত) কী চিন্তা করছে এটা তো আমি বলতে পারব না, কিন্তু আমাদের স্পিন ও পেস ভালো একটা অবস্থানে আছে। ওই দলের সঙ্গে যদি তুলনা করেন অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা ওদের থেকে তুলনামূলকভাবে পিছিয়ে আছে। স্পিন ওয়াইজ হয়তো কাছাকাছি আছে। অভিজ্ঞতার দিক থেকে ওই দলকে এগিয়ে রাখব। স্পিনারদের দিক থেকে কাছাকাছি আছে। যেহেতু যে কোনো কন্ডিশনে বল করার অভিজ্ঞতা আছে আমাদের স্পিনারদের। আমি এটুকু বলতে পারি, পেসার, স্পিনার এবং ব্যাটার যারাই খেলবেন প্রত্যেকে শতভাগ দেবেন। পাঁচ দিন ভালো খেলতে পারলে রোমাঞ্চকর হবে।’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় স্বাভাবিকভাবে টাইগারদের নিয়ে প্রত্যাশ বেড়েছে ভক্তদের। ভারত সফরে এমন কিছু হবে কিনা, তা জানতে চাইলে শান্ত বলেন, ‘সম্প্রতি আমরা ভালো খেলছি। ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কীভাবে পাঁচদিন ভালো খেলতে পারি। ফলটা শেষ দিনে লাস্ট সেশনে গিয়ে হয়। পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে।

চেন্নাইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। আর কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। টেস্ট সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছোটবেলায় দেখেছি: অনন্ত জলিল

ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১৪ জনের মৃত্যু

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

একই আর্টিস্ট ও কম বাজেটে সিনেমা হবে না : অনন্ত জলিল

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু

১০

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

১১

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

১২

হেনস্তার শিকার হয়ে থানায় গেলেন মিমি চক্রবর্তী

১৩

দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫টি কাজ ও উদ্যোগ গ্রহণ ডাকসুর

১৪

নির্বাচিত হলে মাদক চাঁদাবাজ অস্ত্রবাজদের প্রতিহত করা হবে : মিন্টু

১৫

ময়মনসিংহে একই পথসভায় বিএনপি-জামায়াতসহ বহুদল 

১৬

কূটনৈতিক টানাপড়েনে জাপান থেকে শেষ পান্ডাজোড়া ফিরিয়ে নিচ্ছে চীন

১৭

নির্বাচনের আগে বিএনপির ২১ নেতাকে দুঃসংবাদ

১৮

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

১৯

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

২০
X