রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব দলে যোগ দেবেন কবে, জানে না বিসিবি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হতে বাকি আর মাত্র দুদিন। এরই মধ্যে ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সব সদস্য এখনো ভারতে এসে পৌঁছায়নি।

বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সাকিব আল হাসান, এখনও দলের সঙ্গে যোগ দেননি। ইংল্যান্ড থেকে সাকিবের সরাসরি ভারতে আসার কথা থাকলেও, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি দলের সঙ্গে এসে যোগ দেননি । অথচ ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে নামবে বাংলাদেশ দল, তার আগে একদিন বিরতি পাচ্ছে টাইগাররা।

অবশ্য সাকিবের অনুপস্থিতির পেছনে রয়েছে ক্রিকেট বিষয়ক কারণই। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটের খেলা নিয়ে ব্যস্ত ছিলেন সাকিব । পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজের পর পুরো দল দেশে ফিরলেও সাকিব উড়ে যান ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি ম্যাচ খেলার জন্য। সারের হয়ে তার ম্যাচ শেষ হলেও, এখনো তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেননি।

দলের ম্যানেজার নাফিস ইকবাল দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সাকিব কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন, সে সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে সাকিবের অনুপস্থিতি সত্ত্বেও, পুরো বাংলাদেশ দল চেন্নাইয়ের তীব্র গরমের মধ্যে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে। গতকাল থেকেই শুরু হয়েছে তাদের অনুশীলন সেশন, যেখানে সাদমান ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা এবং অন্যরা নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন। উইকেটকিপার হিসেবে লিটন দাসও গ্লাভস হাতে নিজেকে ব্যস্ত রেখেছেন, বিশেষ করে তার সাম্প্রতিক পারফরম্যান্সে দলকে দারুণভাবে সাহায্য করছেন।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দেখা গেছে অনুশীলনে থ্রোয়ারের ভূমিকায়, এবং তিনি ছিলেন পুরোপুরি মনোযোগী। চেন্নাইয়ের উইকেট স্পিনবান্ধব হওয়ায়, নাঈম হাসান ও তাইজুল ইসলামের সামনে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে স্পিন বোলিংয়ে দুজনের জায়গা নিশ্চিত করতে কিছুটা দ্বিধা থাকলেও, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। তারা দুজনই ব্যাটিং এবং স্পিন বোলিংয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। যদিও একাদশে একাধিক স্পিনারের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা রয়েছে, তবুও সাকিবের দলে থাকার সম্ভাবনা প্রবল। তবে সাকিব কবে এসে দলের সঙ্গে যোগ দেবেন, সেটি এখনও অপেক্ষার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১০

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১১

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১২

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৩

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৪

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৫

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৬

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৭

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

১৮

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

১৯

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

২০
X