শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব দলে যোগ দেবেন কবে, জানে না বিসিবি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হতে বাকি আর মাত্র দুদিন। এরই মধ্যে ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সব সদস্য এখনো ভারতে এসে পৌঁছায়নি।

বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সাকিব আল হাসান, এখনও দলের সঙ্গে যোগ দেননি। ইংল্যান্ড থেকে সাকিবের সরাসরি ভারতে আসার কথা থাকলেও, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি দলের সঙ্গে এসে যোগ দেননি । অথচ ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে নামবে বাংলাদেশ দল, তার আগে একদিন বিরতি পাচ্ছে টাইগাররা।

অবশ্য সাকিবের অনুপস্থিতির পেছনে রয়েছে ক্রিকেট বিষয়ক কারণই। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটের খেলা নিয়ে ব্যস্ত ছিলেন সাকিব । পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজের পর পুরো দল দেশে ফিরলেও সাকিব উড়ে যান ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি ম্যাচ খেলার জন্য। সারের হয়ে তার ম্যাচ শেষ হলেও, এখনো তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেননি।

দলের ম্যানেজার নাফিস ইকবাল দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সাকিব কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন, সে সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে সাকিবের অনুপস্থিতি সত্ত্বেও, পুরো বাংলাদেশ দল চেন্নাইয়ের তীব্র গরমের মধ্যে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে। গতকাল থেকেই শুরু হয়েছে তাদের অনুশীলন সেশন, যেখানে সাদমান ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা এবং অন্যরা নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন। উইকেটকিপার হিসেবে লিটন দাসও গ্লাভস হাতে নিজেকে ব্যস্ত রেখেছেন, বিশেষ করে তার সাম্প্রতিক পারফরম্যান্সে দলকে দারুণভাবে সাহায্য করছেন।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দেখা গেছে অনুশীলনে থ্রোয়ারের ভূমিকায়, এবং তিনি ছিলেন পুরোপুরি মনোযোগী। চেন্নাইয়ের উইকেট স্পিনবান্ধব হওয়ায়, নাঈম হাসান ও তাইজুল ইসলামের সামনে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে স্পিন বোলিংয়ে দুজনের জায়গা নিশ্চিত করতে কিছুটা দ্বিধা থাকলেও, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। তারা দুজনই ব্যাটিং এবং স্পিন বোলিংয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। যদিও একাদশে একাধিক স্পিনারের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা রয়েছে, তবুও সাকিবের দলে থাকার সম্ভাবনা প্রবল। তবে সাকিব কবে এসে দলের সঙ্গে যোগ দেবেন, সেটি এখনও অপেক্ষার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X