স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কেমন হতে পারে চেন্নাই টেস্টে দুই দলের একাদশ?

বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের আগে আলোচনায় চেন্নাইয়ের উইকেট। লাল ও কালো দুই ধরনের মাটির উইকেটেই অনুশীলন করছেন রোহিত-কোহলিরা। যদিও সোমবার (১৬ সেপ্টেম্বর) পুরো সময় লাল মাটির উইকেটে ঘাম ঝরান তারা। এতে ধারণা করা হচ্ছে লাল মাটির উইকেট হতে পারে চেন্নাই টেস্ট।

ফলে দুই দলের একাদশে তিন পেসার নাকি তিন স্পিনার জায়গা পাবেন তা নিয়ে চলছে আলোচনা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে লাল মাটির উইকেট হবে চেন্নাই টেস্ট। থাকতে পারে বাড়তি বাউন্স।

তবে চেন্নাইয়ের তীব্র গরম আশীর্বাদ হতে পারে স্পিনারদের জন্য। কারণ টেস্টের সময় যত গড়াবে স্পিনারদের ভূমিকা তত গুরুত্বপূর্ণ হবে। তবে পেসারদের ভূমিকা থাকবে বেশি। রিভার্স সুইংয়ের জন্য এ ধরনের উইকেট ও কন্ডিশন সহায়ক।

ধারণা করা হচ্ছে প্রথম টেস্টে উইকেট লাল মাটির হতে পারে। আগের তুলনায় বাউন্স বেশি থাকতে পারে। তাই দুদলই তিনজন করে পেসার খেলানোর কথা ভাবছে। এ ছাড়া চলতি বছর নভেম্বরে ভারতীয় দল যাবে অস্ট্রেলিয়া সফরে। এ সফরের প্রস্তুতির জন্য ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পেস সহায়ক উইকেটে টেস্ট খেলতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সেই প্রত্যাশা মিলে গেলে ভারতীয় একাদশে থাকতে পারে তিন পেসার। কানপুরের বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। প্রথাগতভাবে এই স্টেডিয়ামের উইকেট স্পিন সহায়ক। চেন্নাইয়ে খেলবে পেস সহায়ক উইকেটে।

ভারতীয় একাদশে মিডল অর্ডারের একটি জায়গা নিয়ে আলোচনা চলছে। লোকেশ রাহুল নাকি সারফারাজ খান, দুজনের কে থাকবেন একাদশে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বেশি কৌতূহল বোলিং আক্রমণ নিয়ে।

জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা একাদশে থাকবেন এটা নিশ্চিত। আর বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে আছেন চার জন, আকাশ দিপ ও জশ দয়াল, কুলদিপ যাদব ও অক্ষর প্যাটেল। তৃতীয় স্পিনার খেলালে কুলদিপের সম্ভাবনা বেশি। আর যদি তৃতীয় পেসার খেলানো হয়, তাহলে আকাশ দিপের একাদশে থাকার সম্ভাবনা বেশি।

একই রকম কৌতূহল বাংলাদেশ একাদশ নিয়েও। বাড়তি ব্যাটার খেলালে ভিন্ন ব্যাপার। দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ থাকায় ৫ বোলার নিয়ে একাদশ সাজানোর সুযোগ টাইগারদের।

বাড়তি স্পিনার খেলালে নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন তাইজুল ইসলাম। তবে একাদশে কোন দুই পেসার থাকবেন তা নিয়ে চলবে লম্বা আলোচনা। আর তিন পেসার খেলানো হলে তাসকিন আহমেদের সঙ্গে হাসান মাহমুদ ও নাহিদ রানার একাদশে থাকা নিশ্চিত।

এ দিকে সোমবার লাল মাটির উইকেটে অনুশীলন করে ভারত। তবে বাংলাদেশ দল অনুশীলন করেছে কালচে মাটির উইকেটে। কোন উইকেটে খেলা হবে, তা নিশ্চিত হওয়া গেলে, দুই দলের সম্ভাব্য একাদশ নিশ্চিত হতো। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটির প্রথম ম্যাচ শুরু বৃহস্পতিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

১০

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

১১

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

১২

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

১৩

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

১৪

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

১৫

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

১৬

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

১৭

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

১৮

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

১৯

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

২০
X