ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ

ডেভিড হেম্প। ছবি : সংগৃহীত
ডেভিড হেম্প। ছবি : সংগৃহীত

প্রথম ইনিংসে দল হিসেবে ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ হয়। ১১ জনের প্রচেষ্টার ফলে স্কোর বোর্ডে যোগ হয় মাত্র ১৪৯ রান। এতে করে দ্বিতীয় ইনিংসে ভারত লিড নেয় পাহাড়সম। বাংলাদেশকে ৫১৫ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেন রোহিত শর্মারা। এবার ভালো শুরু পেলেও দিন শেষে ৪ উইকেটে স্কোর বোর্ডে ১৫৮ রান তোলে নাজমুল হোসেন শান্তর দল।

প্রতিপক্ষের চেয়ে এখনো ৩৫৭ রানে পিছিয়ে তারা; হাতে আছে ৬ উইকেট। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে কি বা চাইতে পারে বাংলাদেশ! ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ ডেভিড হেম্প অবশ্য ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ জানিয়েছেন। তার মতে, থিতু হওয়ার পর ইনিংসগুলো আরেকটু লম্বা করতে পারতেন জাকির হাসান, সাদমান ইসলামরা।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের এক ঘণ্টা বাকি রেখেই ইনিংস ঘোষণা করেছিল ভারত। বাংলাদেশের জন্য আগের ইনিংসের ভুল থেকে শেখাটা জরুরি ছিল। শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই ওপেনার জাকির ও সাদমান। তাতে মনে হচ্ছিল, ভিন্ন কিছু করে দেখাতে যাচ্ছেন তারা। বড় কোনো জুটিও আসবে। প্রথম ঘণ্টা সামাল দিয়ে চা বিরতিতে যান তারা।

কিন্তু ফেরার পর প্রথম ভুলটা করে বসেন জাকির। জাসপ্রিত বুমরাহর লাফিয়ে ওঠা বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালিতে। ডাইভ দিয়ে বলটি তালুবন্দি করেন যশস্বী জয়সওয়াল। ৪৭ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৩ রান করে ফেরেন জাকির। আরেক ওপেনার সাদমানও থিতু হয়ে ফেরেন ভুল শটস খেলে। রবীচন্দ্রন অশ্বিনের নিচু হয়ে আসা বলটি মিড উইকেটের দিকে ঠেলে দেন তিনি। শুভমান গিলের তালুবন্দি করতে ভুল হয়নি। ৬৮ বল খেলে তিনিও ফেরেন ৩৫ রান করে।

জাকির কিংবা সাদমান দুজনের ফেরার সময়টা বড্ড চাপেই ফেলে দেয় বাংলাদেশের ব্যাটিংকে। অথচ এমন ইনিংসগুলোতে শতকে রূপান্তর করতে দেখা গেছে অশ্বিন, গিল কিংবা ঋষভ পন্তরা। বাংলাদেশের ব্যাটারদের এমন ভুল নিয়ে নাকি কথা বলেছে টিম ম্যানেজমেন্ট।

হেম্প বলেছেন, ‘কেউ যদি ৪০-৫০ কিংবা ৬০ বল খেলে ফেলে, তাহলে তার উচিত ১২০ বল অন্তত খেলা। তার অবদানটাকে অর্থবহ করে তোলা।’

বিষয়টি খেলোয়াড়দের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের অবশ্যই শুরুটা ভালো করতে হবে। আর একবার শুরুটা পেয়ে গেলে, ২০-৩০টা বল (ডেলিভারি) কেউ খেলে ফেললে, তার একটা ধারণা হয়ে যায় কি হচ্ছে মাঠে। কেউ ৩০-৪০ রান করলে তার ইনিংসটা বড় করা উচিত। কঠিন কাজটা করে ফেলার পর এখন সুযোগটা কাজে লাগানোর তার দরকার।’

পাকিস্তানের মাটিতে খেলা দুই ম্যাচের সিরিজে দুর্দান্ত ছিলেন ব্যাটাররা। চার ইনিংসেই ধারাবাহিকতা ছিল তাদের। দলও জিতেছে দাপুটের সঙ্গেই। সে প্রসঙ্গটা সামনে এনে বাংলাদেশের এই কোচ বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খণ্ড খণ্ডভাবে এই জিনিসটা দেখা গেছে। এ ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি, এটা নিয়ে আমাদের নজরে আছে। তবে আমার কাছে এ মুহূর্তে লক্ষ্য হচ্ছে ব্যাটিং অ্যাপ্রোচটা ঠিক করা। এটা আমাদের খুব একটা ভালো হচ্ছে না।’

ব্যাটিং অ্যাপ্রোচ যে ঠিকঠাক হচ্ছে না তার আকেরটা প্রমাণ হতে পারে ব্যাটারদের অনিয়ন্ত্রিত শটস খেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

৩ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

আজারবাইজান হয়ে ইরানে ড্রোন হামলা করে ইসরায়েল

যুদ্ধের অবস্থা জানালেন নেতানিয়াহু

ইরাকে মুক্তি পেল ৩৩ হাজারের বেশি বন্দি

কংগ্রেসে ইসরায়েলের সমর্থন কমছে : ট্রাম্প

বিদায় বেলায় বাড়তি ব্যস্ততা মিরপুরের ভ্যালোসিটি ব্যাটওয়ালার!

ম্যানইউর বিপক্ষে রূপকথার জয়, এবার জরিমানা ভোগ করছে গ্রিমসবি

আরেকটি সুযোগ পেলেন স্টয়নিস

দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি মামুন

১০

ভারতের স্পন্সর হতে যেসব শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রতিষ্ঠানকে

১১

বিগ ব্যাশে খেলবেন অশ্বিন!

১২

মার্করামের ঝড়ে হেডিংলিতে উড়ে গেল ইংল্যান্ড

১৩

শারজায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয়

১৪

সাবেক আইজিপি ক্ষমা পাবেন কি, যা বললেন চিফ প্রসিকিউটর

১৫

সাভারে খাল উদ্ধারে নেমেছে প্রশাসন

১৬

উমামার প্যানেলের ইশতেহার ঘোষণা

১৭

নির্বাচন শান্তিপূর্ণ করতে দরকারি সব পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব

১৮

রাজশাহীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১৯

৩২ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় শিক্ষকের

২০
X