রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ

ডেভিড হেম্প। ছবি : সংগৃহীত
ডেভিড হেম্প। ছবি : সংগৃহীত

প্রথম ইনিংসে দল হিসেবে ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ হয়। ১১ জনের প্রচেষ্টার ফলে স্কোর বোর্ডে যোগ হয় মাত্র ১৪৯ রান। এতে করে দ্বিতীয় ইনিংসে ভারত লিড নেয় পাহাড়সম। বাংলাদেশকে ৫১৫ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেন রোহিত শর্মারা। এবার ভালো শুরু পেলেও দিন শেষে ৪ উইকেটে স্কোর বোর্ডে ১৫৮ রান তোলে নাজমুল হোসেন শান্তর দল।

প্রতিপক্ষের চেয়ে এখনো ৩৫৭ রানে পিছিয়ে তারা; হাতে আছে ৬ উইকেট। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে কি বা চাইতে পারে বাংলাদেশ! ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ ডেভিড হেম্প অবশ্য ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ জানিয়েছেন। তার মতে, থিতু হওয়ার পর ইনিংসগুলো আরেকটু লম্বা করতে পারতেন জাকির হাসান, সাদমান ইসলামরা।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের এক ঘণ্টা বাকি রেখেই ইনিংস ঘোষণা করেছিল ভারত। বাংলাদেশের জন্য আগের ইনিংসের ভুল থেকে শেখাটা জরুরি ছিল। শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই ওপেনার জাকির ও সাদমান। তাতে মনে হচ্ছিল, ভিন্ন কিছু করে দেখাতে যাচ্ছেন তারা। বড় কোনো জুটিও আসবে। প্রথম ঘণ্টা সামাল দিয়ে চা বিরতিতে যান তারা।

কিন্তু ফেরার পর প্রথম ভুলটা করে বসেন জাকির। জাসপ্রিত বুমরাহর লাফিয়ে ওঠা বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালিতে। ডাইভ দিয়ে বলটি তালুবন্দি করেন যশস্বী জয়সওয়াল। ৪৭ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৩ রান করে ফেরেন জাকির। আরেক ওপেনার সাদমানও থিতু হয়ে ফেরেন ভুল শটস খেলে। রবীচন্দ্রন অশ্বিনের নিচু হয়ে আসা বলটি মিড উইকেটের দিকে ঠেলে দেন তিনি। শুভমান গিলের তালুবন্দি করতে ভুল হয়নি। ৬৮ বল খেলে তিনিও ফেরেন ৩৫ রান করে।

জাকির কিংবা সাদমান দুজনের ফেরার সময়টা বড্ড চাপেই ফেলে দেয় বাংলাদেশের ব্যাটিংকে। অথচ এমন ইনিংসগুলোতে শতকে রূপান্তর করতে দেখা গেছে অশ্বিন, গিল কিংবা ঋষভ পন্তরা। বাংলাদেশের ব্যাটারদের এমন ভুল নিয়ে নাকি কথা বলেছে টিম ম্যানেজমেন্ট।

হেম্প বলেছেন, ‘কেউ যদি ৪০-৫০ কিংবা ৬০ বল খেলে ফেলে, তাহলে তার উচিত ১২০ বল অন্তত খেলা। তার অবদানটাকে অর্থবহ করে তোলা।’

বিষয়টি খেলোয়াড়দের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের অবশ্যই শুরুটা ভালো করতে হবে। আর একবার শুরুটা পেয়ে গেলে, ২০-৩০টা বল (ডেলিভারি) কেউ খেলে ফেললে, তার একটা ধারণা হয়ে যায় কি হচ্ছে মাঠে। কেউ ৩০-৪০ রান করলে তার ইনিংসটা বড় করা উচিত। কঠিন কাজটা করে ফেলার পর এখন সুযোগটা কাজে লাগানোর তার দরকার।’

পাকিস্তানের মাটিতে খেলা দুই ম্যাচের সিরিজে দুর্দান্ত ছিলেন ব্যাটাররা। চার ইনিংসেই ধারাবাহিকতা ছিল তাদের। দলও জিতেছে দাপুটের সঙ্গেই। সে প্রসঙ্গটা সামনে এনে বাংলাদেশের এই কোচ বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খণ্ড খণ্ডভাবে এই জিনিসটা দেখা গেছে। এ ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি, এটা নিয়ে আমাদের নজরে আছে। তবে আমার কাছে এ মুহূর্তে লক্ষ্য হচ্ছে ব্যাটিং অ্যাপ্রোচটা ঠিক করা। এটা আমাদের খুব একটা ভালো হচ্ছে না।’

ব্যাটিং অ্যাপ্রোচ যে ঠিকঠাক হচ্ছে না তার আকেরটা প্রমাণ হতে পারে ব্যাটারদের অনিয়ন্ত্রিত শটস খেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার ভাঙন রোধের দাবিতে গণসমাবেশ

ফেনীতে এবার নদীভাঙনে বিলীন হচ্ছে জনপদ

ব্যস্ততা বেড়েছে নৌকা তৈরির কারিগরদের

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

‘এখন আমি অনেকটাই সুস্থ’

স্টেডিয়ামে খাবার-পানি নেওয়ার অনুমতি, মানতে হবে ১২টি শর্ত

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা

বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ

বৃহস্পতিবারের মধ্যে লঘুচাপের শঙ্কা, ভারি বর্ষণের পূর্বাভাস

ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

১০

প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন ‘রিল্যাক্স’

১১

নির্বাচনের মাঠে এসে জনপ্রিয়তা যাচাই করুন : জুয়েল

১২

টেলিগ্রাম অ্যাপে ‘বিনিয়োগ’ ফাঁদে ফেলে মানুষকে নিঃস্ব করত তারা

১৩

অসুস্থ জামায়াত আমিরের খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা

১৪

টাঙ্গুয়ার হাওরে দুই বোটের সংঘর্ষে আহত ৯

১৫

আলোচিত সেই কিডনিকাণ্ডে নতুন মোড়

১৬

হাসপাতাল থেকে বাসায় গেলেন জামায়াত আমির

১৭

ব্র্যাকের মানবিক সহায়তা পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন দুপচাঁচিয়ার এলাহী হোসেন

১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে ছাত্রদলের বিবৃতি

১৯

হাসপাতাল থেকেই দেশবাসীর উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

২০
X