স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা

প্রবল বৃষ্টিতে ঢাকা কানপুর আউটফিল্ড। ছবি : সংগৃহীত
প্রবল বৃষ্টিতে ঢাকা কানপুর আউটফিল্ড। ছবি : সংগৃহীত

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আলোর স্বল্পতা এবং বৃষ্টির কারণে আগেভাগেই শেষ হয়ে গেল বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। দিনের দ্বিতীয় সেশনের ৩৫তম ওভারের পর আলোকস্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় আম্পায়াররা খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। কিন্তু বৃষ্টি থামার কোনো সম্ভাবনা না থাকায় এবং চারপাশ আরও অন্ধকার হয়ে আসায় প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটাররা নিয়ন্ত্রিতভাবে খেললেও দ্বিতীয় সেশনে আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে মাঠের অবস্থার অবনতি ঘটে। সকালের সেশনে ২৬ ওভারে ২ উইকেটে ৭৫ রান নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে আরও ৯ ওভার খেলা হয়েছে, যেখানে নাজমুল হোসেন শান্ত (৩১) রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন। ফলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১০৭।

এই সেশনে বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম উইকেটে থিতু হন। তারা দুজন মিলে চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। মুমিনুল হক অপরাজিত রয়েছেন ৪০ রানে এবং মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ৬ রানে। এই জুটি বাংলাদেশের ইনিংসকে একটু স্থিতিশীল করে তুলেছে, যা পরবর্তী দিনে দলের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।

ভারতের বোলারদের মধ্যে সকালে আকাশ দীপ দারুণ বোলিং করেন। তিনি বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান (০) ও সাদমান ইসলামকে (২৪) আউট করেন। এর পর অশ্বিন দ্বিতীয় সেশনে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন নাজমুল হোসেন শান্তর। ভারতের পেসাররা ভালো লাইন ও লেন্থ বজায় রেখেছেন, কিন্তু বাকি ব্যাটারদের আউট করতে পারেননি।

প্রথম দিনের খেলা শেষে স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ১০৭ রান

ব্যাটসম্যানদের মধ্যে: মুমিনুল হক অপরাজিত ৪০, নাজমুল হোসেন শান্ত ৩১, সাদমান ইসলাম ২৪, মুশফিকুর রহিম অপরাজিত ৬, জাকির হাসান শূন্য রানে আউট

ভারতীয় বোলারদের মধ্যে: আকাশ দীপ ২/৩৪, রবিচন্দ্রন অশ্বিন ১/২২, মোহাম্মদ সিরাজ ০/২৭, জসপ্রিত বুমরা ০/১৯

বৃষ্টির কারণে প্রথম দিন দেড় সেশনেরও বেশি সময় খেলা হয়নি। এখন দেখার বিষয় দ্বিতীয় দিনে খেলা শুরু করা সম্ভব হয় কি না এবং বাংলাদেশের ব্যাটাররা কীভাবে নিজেদের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১০

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১১

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১২

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৩

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৪

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৫

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৬

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৭

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৮

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৯

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

২০
X