স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

টাইগার রবিকে ফেরত পাঠাল ভারত

অসুস্থ টাইগার রবিকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত
অসুস্থ টাইগার রবিকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

অভিযোগগুলো নিয়ে শুরু থেকে সন্দেহ ছিল। ধরা পড়ে বদলান কথার সুরও। তবে এতে কোনো লাভ হয়নি। গ্যালারিতে ভারতীয় সমর্থকদের নিয়ে অভিযোগ করে ভাইরাল হওয়ার চেষ্টা ছিল টাইগার রবি খ্যাত বাংলাদেশি সমর্থকের। অবশেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। এমনকি ঘোষণা দেওয়া হয় আগামী ৫ বছর দেশটির ভিসা পাবেন না তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, মূলত চিকিৎসা ভিসায় ভারত যান রবি। তবে সে ভিসায় দেখেন চেন্নাই টেস্ট। হাজির হন কানপুরেও। একই সঙ্গে দাবি করেন দুই ভেন্যুতেই ভারতীয় সর্মথকদের দ্বারা নির্যাতিত হওয়ার।

প্রথম টেস্টের সময় অভিযোগ করলেও চেন্নাইয়ে পুলিশ জানায় অভিযোগটি মিথ্যা ছিল। এরপর কানপুর টেস্টের প্রথম দিনেই একই অভিযোগ করেন তিনি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টাইগার রবি অভিযোগ করেন, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারিতে লাঞ্চের সময় কয়েকজন ভারতীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

এরপর সেটি গড়ায় হাতাহাতিতে। আঘাত পান বুকের পাঁজরে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রবিকে হেনস্তার অভিযোগটি মিথ্যা বলে জানায় কানপুর পুলিশ।

গণমাধ্যমকে কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে বলেন, ‘পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি।’

ভারতীয় গণমাধ্যমের দাবি, চেন্নাইয়ে হেনস্তা হওয়ার মিথ্যা অভিযোগের পর থেকে রবির ওপর চোখ রেখেছে পুলিশ। পিটিআইকে পুলিশের এসিপি হরিষ চন্দ্র বলেছেন, ‘যক্ষ্মা রোগের চিকিৎসার কথা বলে ভারতে আসেন।’

এ দিকে ভারতের বহুল প্রচলিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়- মূলত ফুসফুস ক্যান্সারে ভুগছেন রবিউল ইসলাম ওরফে টাইগার রবি। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দিল্লি থেকে তাকে ঢাকা পাঠানো হয়েছে।

যদিও জোর করে ঢাকা পাঠানোর অভিযোগ ওঠে। তবে সেই দাবি উড়িয়ে দেয় পুলিশ। তবে তাকে জোর করে পাঠানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। হরিষ চন্দ্র বলেন, ‘সে (রবি) ১২ দিনের মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে এসেছিল, যার মেয়াদ ২৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। আমরা তাকে সব ধরনের সহযোগিতা করেছি।’

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর কলকাতা দিয়ে ভারতে প্রবেশ করেন রবি। সেখান থেকে যান চেন্নাইয়ে। তাকে ফেরত পাঠানোর পাশাপাশি ৫ বছরের জন্য ভিসা না দেওয়ার কথা জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশিয়ান সিটিতে ৬ দিনব্যাপী ‘শরৎ উৎসব’

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

১৩ সেকেন্ডেই শেষ পাঁচ গ্রাম

বিজয়ের কারণেই কি ভেঙেছিল রাশমিকা-রক্ষিতের বিয়ে?

শেষ টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

নিখোঁজ মাদ্রাসাছাত্র হামদুল্লাহ রাইয়ানের সন্ধান চায় পরিবার

বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মীর পাশে পারভেজ মল্লিক

স্বতন্ত্র বেতন স্কেলসহ ১২ দাবি ইউট্যাবের

১০

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

১১

গাজা শান্তি আলোচনা শুরু হচ্ছে কায়রোতে

১২

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি

১৩

তাহলে কি তৃতীয় বারের মতো সংসার ভাঙছে শোয়েব মালিকের?

১৪

অষ্টম শ্রেণি পাসেই নিজ এলাকায় কাজের সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১৫

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

১৬

গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কী বলছেন

১৭

‘কোথায় বা কখন আটকানো হতে পারে, তা বলা কঠিন’

১৮

শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, ভুক্তভোগীর মামলা

১৯

বেনামাজি ব্যক্তিকে সাক্ষী রাখলে বিয়ে বৈধ হবে কি?

২০
X