স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

টাইগার রবিকে ফেরত পাঠাল ভারত

অসুস্থ টাইগার রবিকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত
অসুস্থ টাইগার রবিকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

অভিযোগগুলো নিয়ে শুরু থেকে সন্দেহ ছিল। ধরা পড়ে বদলান কথার সুরও। তবে এতে কোনো লাভ হয়নি। গ্যালারিতে ভারতীয় সমর্থকদের নিয়ে অভিযোগ করে ভাইরাল হওয়ার চেষ্টা ছিল টাইগার রবি খ্যাত বাংলাদেশি সমর্থকের। অবশেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। এমনকি ঘোষণা দেওয়া হয় আগামী ৫ বছর দেশটির ভিসা পাবেন না তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, মূলত চিকিৎসা ভিসায় ভারত যান রবি। তবে সে ভিসায় দেখেন চেন্নাই টেস্ট। হাজির হন কানপুরেও। একই সঙ্গে দাবি করেন দুই ভেন্যুতেই ভারতীয় সর্মথকদের দ্বারা নির্যাতিত হওয়ার।

প্রথম টেস্টের সময় অভিযোগ করলেও চেন্নাইয়ে পুলিশ জানায় অভিযোগটি মিথ্যা ছিল। এরপর কানপুর টেস্টের প্রথম দিনেই একই অভিযোগ করেন তিনি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টাইগার রবি অভিযোগ করেন, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারিতে লাঞ্চের সময় কয়েকজন ভারতীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

এরপর সেটি গড়ায় হাতাহাতিতে। আঘাত পান বুকের পাঁজরে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রবিকে হেনস্তার অভিযোগটি মিথ্যা বলে জানায় কানপুর পুলিশ।

গণমাধ্যমকে কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে বলেন, ‘পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি।’

ভারতীয় গণমাধ্যমের দাবি, চেন্নাইয়ে হেনস্তা হওয়ার মিথ্যা অভিযোগের পর থেকে রবির ওপর চোখ রেখেছে পুলিশ। পিটিআইকে পুলিশের এসিপি হরিষ চন্দ্র বলেছেন, ‘যক্ষ্মা রোগের চিকিৎসার কথা বলে ভারতে আসেন।’

এ দিকে ভারতের বহুল প্রচলিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়- মূলত ফুসফুস ক্যান্সারে ভুগছেন রবিউল ইসলাম ওরফে টাইগার রবি। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দিল্লি থেকে তাকে ঢাকা পাঠানো হয়েছে।

যদিও জোর করে ঢাকা পাঠানোর অভিযোগ ওঠে। তবে সেই দাবি উড়িয়ে দেয় পুলিশ। তবে তাকে জোর করে পাঠানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। হরিষ চন্দ্র বলেন, ‘সে (রবি) ১২ দিনের মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে এসেছিল, যার মেয়াদ ২৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। আমরা তাকে সব ধরনের সহযোগিতা করেছি।’

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর কলকাতা দিয়ে ভারতে প্রবেশ করেন রবি। সেখান থেকে যান চেন্নাইয়ে। তাকে ফেরত পাঠানোর পাশাপাশি ৫ বছরের জন্য ভিসা না দেওয়ার কথা জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X