শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

টাইগার রবিকে ফেরত পাঠাল ভারত

অসুস্থ টাইগার রবিকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত
অসুস্থ টাইগার রবিকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

অভিযোগগুলো নিয়ে শুরু থেকে সন্দেহ ছিল। ধরা পড়ে বদলান কথার সুরও। তবে এতে কোনো লাভ হয়নি। গ্যালারিতে ভারতীয় সমর্থকদের নিয়ে অভিযোগ করে ভাইরাল হওয়ার চেষ্টা ছিল টাইগার রবি খ্যাত বাংলাদেশি সমর্থকের। অবশেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। এমনকি ঘোষণা দেওয়া হয় আগামী ৫ বছর দেশটির ভিসা পাবেন না তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, মূলত চিকিৎসা ভিসায় ভারত যান রবি। তবে সে ভিসায় দেখেন চেন্নাই টেস্ট। হাজির হন কানপুরেও। একই সঙ্গে দাবি করেন দুই ভেন্যুতেই ভারতীয় সর্মথকদের দ্বারা নির্যাতিত হওয়ার।

প্রথম টেস্টের সময় অভিযোগ করলেও চেন্নাইয়ে পুলিশ জানায় অভিযোগটি মিথ্যা ছিল। এরপর কানপুর টেস্টের প্রথম দিনেই একই অভিযোগ করেন তিনি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টাইগার রবি অভিযোগ করেন, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারিতে লাঞ্চের সময় কয়েকজন ভারতীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

এরপর সেটি গড়ায় হাতাহাতিতে। আঘাত পান বুকের পাঁজরে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রবিকে হেনস্তার অভিযোগটি মিথ্যা বলে জানায় কানপুর পুলিশ।

গণমাধ্যমকে কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে বলেন, ‘পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি।’

ভারতীয় গণমাধ্যমের দাবি, চেন্নাইয়ে হেনস্তা হওয়ার মিথ্যা অভিযোগের পর থেকে রবির ওপর চোখ রেখেছে পুলিশ। পিটিআইকে পুলিশের এসিপি হরিষ চন্দ্র বলেছেন, ‘যক্ষ্মা রোগের চিকিৎসার কথা বলে ভারতে আসেন।’

এ দিকে ভারতের বহুল প্রচলিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়- মূলত ফুসফুস ক্যান্সারে ভুগছেন রবিউল ইসলাম ওরফে টাইগার রবি। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দিল্লি থেকে তাকে ঢাকা পাঠানো হয়েছে।

যদিও জোর করে ঢাকা পাঠানোর অভিযোগ ওঠে। তবে সেই দাবি উড়িয়ে দেয় পুলিশ। তবে তাকে জোর করে পাঠানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। হরিষ চন্দ্র বলেন, ‘সে (রবি) ১২ দিনের মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে এসেছিল, যার মেয়াদ ২৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। আমরা তাকে সব ধরনের সহযোগিতা করেছি।’

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর কলকাতা দিয়ে ভারতে প্রবেশ করেন রবি। সেখান থেকে যান চেন্নাইয়ে। তাকে ফেরত পাঠানোর পাশাপাশি ৫ বছরের জন্য ভিসা না দেওয়ার কথা জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

১০

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১১

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১২

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১৩

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৪

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৫

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৬

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৭

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৮

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৯

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

২০
X