শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের মতো অপরাধ করে নিষিদ্ধ লঙ্কান তারকা

লঙ্কান বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। ছবি : সংগৃহীত
লঙ্কান বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। ছবি : সংগৃহীত

ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে না জানানো শাস্তি পেতে হয় সাকিব আল হাসানকে। ২০১৯ সালে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। যদিও এক বছর স্থগিত ছিল নিষেধাজ্ঞা। একই ধরনের অপরাধ করে এবার শাস্তি পেলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার।

দুর্নীতিবিরোধী নীতিমালা ভাঙায় লঙ্কান বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করার পাশাপাশি আরও এক ক্রিকেটারদের প্রস্তাব দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শুরু তাই নয় ম্যাচ পাতানোবিষয়ক কথাবার্তা মুছে ফেলারও অভিযোগ রয়েছে জয়াবিক্রমার বিরুদ্ধে।

চলতি বছর আগস্টে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে আইসিসি। জয়াবিক্রমার বিরুদ্ধে দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসু। অভিযোগগুলোর বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হয়।

লঙ্কান এ স্পিনার আইসিসির দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভঙ্গ করার কথা মেনে নেন। এই ধারায় বলা রয়েছে, ‘ফিক্সিংয়ের প্রস্তাব পেলে তা দ্রুত আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র গোপন, টেম্পারিং ও ধ্বংস করা। অর্থাৎ দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব যেসব বার্তার মাধ্যমে দেওয়া হয়েছিল, সেসব মুছে ফেলে দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ব্যাঘাত ঘটিয়েছেন ও বাধা সৃষ্টি করেছেন।’

এ সময় অভিযোগ মেনে নেওযায় জয়াবিক্রমার এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে শেষ ছয় মাস সাজা স্থগিত করা হয়েছে। ফলে ছয় মাস পর ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। যদিও এ সময়ে আবারও একই অপরাধ করলে এই শাস্তি কার্যকর হবে।

২০২২ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন জয়াবিক্রমা। আর শ্রীলঙ্কার জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচটিও খেলেছেন একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জয়াবিক্রমা এ পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ। উইকেট শিকার করেছেন ৩২টি। ২০২২ সালে লঙ্কানদের এশিয়া কাপজয়ী দলের সদস্যও তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজপথের কর্মসূচি দিয়ে সংকট নিরসন করা যাবে না : সাইফুল হক

চলতি সপ্তাহে যেসব অঞ্চলে ১৫ ডিগ্রিতে নামতে পারে শীত

চট্টগ্রামে ঘোষিত প্রার্থীর বিরোধিতা করায় পদ হারালেন ৩ নেতা

রিজভীর পা ধরে সালাম করা সেই সার্জেন্টকে প্রত্যাহার

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

ভিয়েতনামে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : সাদিক কায়েম

১০

নির্বাচনবিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

১১

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু : ফয়েজ আহমদ তৈয়্যব

১২

বিপ্লব ও সংহতি দিবস / নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৩

বাংলাদেশের শিক্ষা খাতের প্রশংসা করলেন মালদ্বীপের ফার্স্ট লেডি

১৪

শিবিরের উদ্যোগে জবিতে ‘কাওয়ালি সন্ধ্যা’ 

১৫

মেহেরপুরে সাইবার সুরক্ষা অধ্যাদেশে প্রথম মামলা, আসামি ১৯

১৬

চট্টগ্রামে ৬০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করল চসিক

১৭

নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি : মির্জা ফখরুল

১৮

এক বছরে ৫০টি সড়ক নির্মাণের ঘোষণা চসিক মেয়রের

১৯

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে : প্রিন্স

২০
X