স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের মতো অপরাধ করে নিষিদ্ধ লঙ্কান তারকা

লঙ্কান বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। ছবি : সংগৃহীত
লঙ্কান বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। ছবি : সংগৃহীত

ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে না জানানো শাস্তি পেতে হয় সাকিব আল হাসানকে। ২০১৯ সালে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। যদিও এক বছর স্থগিত ছিল নিষেধাজ্ঞা। একই ধরনের অপরাধ করে এবার শাস্তি পেলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার।

দুর্নীতিবিরোধী নীতিমালা ভাঙায় লঙ্কান বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করার পাশাপাশি আরও এক ক্রিকেটারদের প্রস্তাব দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শুরু তাই নয় ম্যাচ পাতানোবিষয়ক কথাবার্তা মুছে ফেলারও অভিযোগ রয়েছে জয়াবিক্রমার বিরুদ্ধে।

চলতি বছর আগস্টে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে আইসিসি। জয়াবিক্রমার বিরুদ্ধে দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসু। অভিযোগগুলোর বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হয়।

লঙ্কান এ স্পিনার আইসিসির দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভঙ্গ করার কথা মেনে নেন। এই ধারায় বলা রয়েছে, ‘ফিক্সিংয়ের প্রস্তাব পেলে তা দ্রুত আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র গোপন, টেম্পারিং ও ধ্বংস করা। অর্থাৎ দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব যেসব বার্তার মাধ্যমে দেওয়া হয়েছিল, সেসব মুছে ফেলে দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ব্যাঘাত ঘটিয়েছেন ও বাধা সৃষ্টি করেছেন।’

এ সময় অভিযোগ মেনে নেওযায় জয়াবিক্রমার এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে শেষ ছয় মাস সাজা স্থগিত করা হয়েছে। ফলে ছয় মাস পর ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। যদিও এ সময়ে আবারও একই অপরাধ করলে এই শাস্তি কার্যকর হবে।

২০২২ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন জয়াবিক্রমা। আর শ্রীলঙ্কার জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচটিও খেলেছেন একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জয়াবিক্রমা এ পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ। উইকেট শিকার করেছেন ৩২টি। ২০২২ সালে লঙ্কানদের এশিয়া কাপজয়ী দলের সদস্যও তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার ভয়াবহ ভাঙনে মুহূর্তে বিলীন ১৯ স্থাপনা

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

যশোরে ইমামবাড়াতে চুরি, খোয়া গেছে দেড়শ বছরের পাঞ্জা

সহপাঠীকে মারধর, তা’মীরুল মিল্লাতের ৫ শিক্ষার্থীকে টিসি

১৮তম শিক্ষক নিবন্ধন : ফল নিয়ে অসন্তোষ, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন

বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনীতের কারণ চিঠিতে ব্যাখ্যা করলেন নেতানিয়াহু

হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ

ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দিলেন এএসআই

১০

সিরিজ জয়ের মঞ্চে বাংলাদেশের সামনে বৃষ্টির শঙ্কা

১১

ভারতে ভার্চুয়াল ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়াকে গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্ম

১২

উত্তাল সমুদ্রে নেমে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী

১৩

আইপিএল জেতা ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

১৪

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন

১৫

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন সিলেটের মারুফ

১৬

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

১৭

ইতিহাস গড়ার ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

১৮

কর্মস্থলেই ওয়াশরুমের দরজায় ফাঁস দিলেন অফিস সহকারী

১৯

‘তামিম ছিলেন আদর্শ, এখন ট্রাভিস হেড অনুপ্রেরণা’

২০
X