স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার সাকিবকে নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল

সাকিবের বিপক্ষে আন্দোলনকে যৌক্তিক হিসেবে দেখেন ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
সাকিবের বিপক্ষে আন্দোলনকে যৌক্তিক হিসেবে দেখেন ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

দেশে ফিরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার সুযোগ না পাওয়া নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাকিব আল হাসান। তবে তার প্রতি মানুষের ক্ষোভকে অযৌক্তিক মনে করছেন না অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাকিবের নীরবতা এবং সরকারের প্রতি তার সমর্থনের কারণে ভক্তদের ক্ষোভ সৃষ্টি হয়। দেশব্যাপী আন্দোলন চলাকালে অনেক তারকাই সমর্থন প্রকাশ করেছিলেন, কিন্তু সাকিব তখন নীরব ছিলেন এবং সরকারের পাশে ছিলেন। এ ঘটনার প্রেক্ষিতেই দেশের মানুষের ক্ষোভ বাড়তে থাকে, যা তার শেষ টেস্ট খেলার পরিকল্পনায় প্রভাব ফেলে।

১৭ অক্টোবর রাতে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে আসিফ নজরুল বলেন, ‘সাকিব আমাকে বেশ কয়েকবার ফোন করেছিল। আমি তাকে বলেছিলাম, এই বিষয়ে আমার কিছু বলার নেই, বরং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা বলো।’

আসিফ নজরুল আরও বলেন, ‘সাকিবের মতো একজন ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আসেনি। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হতে পারতেন। কিন্তু যখন দেশের মানুষ আন্দোলন করছে, ঘরে ঘরে কান্না আর ক্ষোভ, তখন সাকিব কীভাবে সামাজিক মাধ্যমে আনন্দ করার পোস্ট দিতে পারেন?’

তিনি আরও উল্লেখ করেন, সাকিবের বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনার সরকারকেও দায়ী করা যায়। আসিফ নজরুলের মতে, ‘এমন একটি রাষ্ট্রব্যবস্থা তৈরি হয়েছে যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে যে কোনো কাজ করা যায় এবং শাস্তি হয় না। এ ধরনের ব্যবস্থা অনেক মানুষকে বিভ্রান্ত করেছে, সাকিবকেও।’

তিনি সাকিবের প্রতি মানুষের বর্তমান ক্ষোভের বিষয়ে বলেন, ‘এতে আমার মায়া লাগে, তবে এই ক্ষোভ মোটেও অযৌক্তিক নয়।’

উল্লেখ্য, টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে সাকিব বলেছিলেন, সরকার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চান। তবে নিরাপত্তা শঙ্কার কারণে তার দেশে ফেরা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র থেকে আসার পথে দুবাইয়ে থামতে হয়েছে।

ফলে দেশের মাটিতে টেস্ট খেলে বিদায় নেওয়ার সুযোগ হলো না দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ৮ দিন ধরে আটকা সারবোঝাই জাহাজ

‘ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’

দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা 

জুলাই-সেপ্টেম্বর / বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড

পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

বৃষ্টির পর ঢাকার বাতাস আজ কেমন?

প্রাণ গেল মসজিদের ইমামের

২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

১০

এক টানে ১৫০ মণ ইলিশ, বিক্রি হলো কত

১১

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

১২

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: বিকেলের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ঢাকায় ধরা পড়লেন যশোরের আ.লীগ নেতা

১৪

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে চালু হচ্ছে নতুন পোশাক

১৫

বিএনপিতে যোগ দিলেন অব্যাহতি পাওয়া জাপা নেতা

১৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার ক্রয় বড় বাধা বলে মনে করছে আইএমএফ

১৭

প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?

১৮

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন হাফেজ রায়হান

১৯

উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন না করাসহ ১২টি নির্দেশনা মানতে হবে পর্যটকদের

২০
X