স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর জন্য পাকিস্তানের অন্যরকম প্রস্তাব

ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা চলছে। পাকিস্তানে গিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের দল খেলবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ভারতকে রাজি করাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেশ উদার হয়ে প্রস্তাব দিয়ে যাচ্ছে। এবার আরও এক ধাপ এগিয়ে ভারতকে তাদের নিজ দেশ থেকে আসা-যাওয়ার সুযোগও দেওয়ার প্রস্তাব দিয়েছে পিসিবি।

ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) প্রস্তাব দিয়েছে, যদি নিরাপত্তা শঙ্কার কারণে ভারত পাকিস্তানে থাকতে না চায়, তাহলে তারা দিল্লি বা চণ্ডীগড়ে ক্যাম্প করতে পারে। এরপর চার্টার্ড ফ্লাইটে লাহোরে গিয়ে ম্যাচ খেলতে পারবে। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত চুক্তি হয়নি।

সূত্রের বরাতে জানা গেছে, ভারতের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে দুই দেশের উচ্চপর্যায়ের মধ্যে আলোচনা চলছে। পিসিবির পরিকল্পনা অনুযায়ী, ভারতের ম্যাচগুলো সীমান্তের কাছাকাছি লাহোরে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ভারতের যাতায়াত সহজ হয়।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে লাহোরে। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ রয়েছে।

এদিকে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিক বা না নিক, লাহোরেই ফাইনাল আয়োজনের ইচ্ছা রয়েছে পিসিবির। তবে হাইব্রিড মডেলও বিবেচনায় রয়েছে। যদি ভারত পাকিস্তানে খেলতে না যায়, তাহলে আইসিসি ম্যাচগুলো অন্য ভেন্যুতে, যেমন দুবাই বা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে।

ভারত শেষবার পাকিস্তানে সিরিজ খেলেছিল ২০০৮ সালে, আর পাকিস্তান ২০১২-১৩ মৌসুমে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল। ১৯৯৬ সালের পর প্রথমবার পাকিস্তানে আইসিসির কোনো বড় ইভেন্ট হতে চলেছে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানেই অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে : নাহিদ ইসলাম

আ.লীগ নেতার ছেলের বিয়ে, চিটাগাং ক্লাবের মূল ফটকে বৈষম্যবিরোধীদের অবস্থান

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজন ফিরেছেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে : আসিফ নজরুল

‘আগামী নির্বাচনে আর কোনো প্রহসন চলবে না’

জুলাইয়ে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের : আসিফ মাহমুদ

ভবিষ্যতে আ.লীগ বলে কোনো দল থাকবে না : রিপন

৬ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

পোল্যান্ডের রাষ্ট্রপতির কা‌ছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ইসকনের আলোচনায় নেতারা / বিএনপির ওপর ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা রাখার আহ্বান

১০

বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মুহাম্মদ প্রিন্স ও সা. সম্পাদক রাফিউর রহমান

১১

চট্টগ্রামে ৩ হাজার লিটার অকটেনসহ একজন আটক

১২

চট্টগ্রামে চালু হলো থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালের অফিস

১৩

একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

১৪

রাতে সন্দেহজনক ঘোরাফেরা করছিল রোহিঙ্গা কিশোর, অতঃপর...

১৫

কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর

১৬

এ-লেভেল শেষ করেই এ-লেভেলের পাঠ্যবই লিখলেন সালাহউদ্দিন-পুত্র

১৭

ফিরছিলেন হজ শেষে, বিমানবন্দরে আ.লীগ নেতা আটক

১৮

ইরানের দূতাবাসে ‘নেতানিয়াহুর অপরাধের’ নিন্দা জানালেন ইহুদিরা

১৯

তেলবাহী ট্রাকচাপায় নিহত ৩, আহত ৪

২০
X