ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল লিগে চ্যালেঞ্জ নিচ্ছেন সোহানরা

সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের প্রথম আসর খেলতে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় যাচ্ছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। বাংলাদেশি ও বিদেশি মিলিয়ে টুর্নামেন্ট ঘিরে ভারসাম্যপূর্ণ দল গড়েছে তারা। আগামী ১৮ নভেম্বর টুর্নামেন্টের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেবেন তারা। ২৬ নভেম্বর থেকে শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। আসন্ন লিগটিতে বাংলাদেশি এই ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। আর প্রধান কোচের ভূমিকায় থাকবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মিকি আর্থার। এ ছাড়াও সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্ট ঘিরে বেশ উচ্ছ্বাসিত রংপুর।

টুর্নামেন্ট সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জার্সি উন্মোচন করে নিজেদের লক্ষ্যের কথা জানান অধিনায়ক সোহান। এ সময় সেখানে ছিলেন দলটির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। টুর্নামেন্টটিকে নিজেদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছেন সোহান। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ, এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে; প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এখানে অংশ নেওয়া, বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা আমাদের কাছে মনে হয় অনেক বড় পাওয়া।’

রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত দল। ২০১৭ সালে বিপিএলের শিরোপাও জিতেছিল তারা। তবে এবার গায়ানাতে বাংলাদেশকে প্রতিনিধত্ব করতে দলটিতে খেলতে যাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুবরা। তাদের সঙ্গে বিদেশিদের মধ্যে থাকছেন পাকিস্তানের খুশদিল শাহ, উইন্ডিজের ম্যাথু ফোর্ড, ওয়েইন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল কিংবা যুক্তরাষ্ট্রের হারমিত সিংরা। তবে টি-টোয়েন্টি হওয়াতে বাংলাদেশিদের জন্য থাকছে বড় চ্যালেঞ্জ। বিষয়টি মানছেন অধিনায়ক সোহানও, ‘এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর এনসিএলে টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে। একই সঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করব, আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এ রকম সুযোগ আসে।’

গায়ানাতে বাংলাদেশিদের খেলার অভিজ্ঞতা আছে, সোহানেরও আছে। উইকেটও কিছুটা বাংলাদেশের মতো হওয়াতে ইতিবাচক কিছুর আশা অধিনায়ক সোহানের। প্রধান কোচের সঙ্গে আলাপের পর পরিকল্পনা সাজাবেন বলে নিশ্চিত করে তিনি বলেন, ‘কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে, সেটার একটা ধারণা সবাই পেয়েছে।’ গায়ানা পৌঁছানোর পর কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবেন তারা। এরপর পরিকল্পনাগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়ালকে চারবার হারিয়ে যে রেকর্ড গড়লো বার্সা

ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখতে হবে : আমিনুল হক

চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ অবৈধ অনুপ্রবেশকারী আটক

পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে তৈরি পরিবেশবান্ধব বাড়ি

মতিঝিলে ছিনতাই করার সময় গ্রেপ্তার ২

শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করত না বলেই আ.লীগের পতন : আব্দুস সালাম

জাতীয় প্রেস ক্লাবের সদস্য-পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

পাক-ভারত যুদ্ধ ঠেকাতে কী করেছিলেন জানালেন ট্রাম্প

রেফারিরা আক্রমণের লক্ষ্যবস্তু / ঘরোয়া ফুটবলে বাড়ছে সহিংসতা

১০

দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান 

১১

বিএনপির রাজনীতিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার তামিম?

১২

ভর্তিচ্ছু অসহায় ৬ শিক্ষার্থীর পাশে দাঁড়াল জবি ছাত্রদল নেতা

১৩

গুম কমিশনে অভিযোগ পড়েছে ১৮০০

১৪

কমবে গরম, বৃষ্টি হতে পারে ১০ দিন

১৫

অবশেষে মায়ের কোলে বিক্রি হওয়া সেই শিশু

১৬

লালমনিরহাট জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি

১৭

পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্য সমর্থনের নেপথ্যে কী?

১৮

গুলি ছুড়ে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

১৯

অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে গণমুখী লড়াই চালিয়ে যেতে হবে : মাহফুজ আলম

২০
X