আগস্টের ৩০ তারিখে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। আসরের জন্য শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ সদস্যের স্কোয়াডের পাশাপাশি প্রতিযোগিতার স্ট্যান্ডবাই দলে সুযোগ পেয়েছেন আরও ৩ ক্রিকেটার।
শনিবার (১২ আগস্ট) সাকিব আল হাসানকে অধিনায়ক করে মূল স্কোয়াড ঘোষণার কিছুক্ষণ পরই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও তিন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রেখে তালিকা প্রকাশ করেছে বিসিবি। তারা হলেন টপঅর্ডার ব্যাটার সাইফ হাসান, পেসার তানজিম হাসান সাকিব এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
২০২৩ সালে বাংলাদেশের ওয়ানডে দলের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন। এবছর ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামনে বাঁহাতি স্পিনার তাইজুল। মোট ৬টি ম্যাচ থেকে শিকার করেছেন ১০টি উইকেট।
সাইফ হাসান বাংলাদেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে খেললেও এখন পর্যন্ত ওয়ানডেতে অভিষেক হয়নি। তবে শ্রীলঙ্কায় সদ্য শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ৪ ম্যাচে ৭৯ সংগ্রহ করেন সাইফ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিম হাসান সাকিব ও শ্রীলঙ্কায় ভালো করার সুবাদে মূল এশিয়া কাপের স্ট্যান্ডবাই দলে জায়গা করে নিয়েছেন। ইমার্জিং এশিয়া কাপে ৯ উইকেট নিয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তরুণ এই পেসার। এবারই প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে থাকবেন সাকিব।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদ।
এশিয়া কাপের স্ট্যান্ডবাই দল : সাইফ হাসান, তানজিম হাসান সাকিব ও তাইজুল ইসলাম।
মন্তব্য করুন